জামালপুরের বকশীগঞ্জ উপজেলার খেওয়ারচর উচ্চবিদ্যালয়ের দশম শ্রেনীর ছাত্র আহসান হাবিব জাহিন ওরফে জুয়েল (১৫) নামে এক মেধাবী স্কুল ছাত্র ১৬ দিন ধরে নিখোঁজ রয়েছে। জুয়েল উপজেলার মেরুরচর ইউনিয়নের উজান কলকিহারা গ্রামের ইয়ার হোসেনের ছেলে। সে চলতি বছর এস.এসসি পরীক্ষার্থী। এ ব্যাপারে জুয়েলের মা সাবেক ইউপি সদস্য জুলেখা বেগম গত ১৭ অক্টোবর বকশীগঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন। ডায়রী নং ৭১৪।
ইয়ার হোসেন জানান,গত ১১ অক্টোবর ভোরে প্রকৃতির ডাকে সাড়া দিতে ঘর থেকে বের হয় জুয়েল। এরপর তার আর কোন খোজঁ পাওয়া যায়নি। আত্বীয়-স্বজনরা অনেক খোজাঁখুজি করেও কোথাও তার সন্ধান পায়নি।
জুয়েলের মা জুলেখা বেগম জানান,কোন কিছুই ভাবতে পারছিনা। অনেক জায়গায় ছেলের খোজঁ করেছি। কিন্তু গত ১৬ দিনেও কোথাও সন্ধান পাইনি। জানিনা আমার ছেলে এখন কোথায় কিভাবে আছে।
তিনি আরো বলেন,জুয়েলের গায়ের রং ফর্সা,মুখ মন্ডল লম্বা,উচ্চতা আনুমানিক ৫ ফুট ৩ ইঞ্চি। তার পরনে ছিলো থ্রিকোয়াটার প্যান্ট। কোন হৃদয়বান ব্যাক্তি স্কুল ছাত্র জুয়েলের সন্ধান পেলে (জুলেখা বেগম-০১৯৩৩৬৮৯৭৫৫) এই নম্বরে যোগাযোগ করার জন্য অনুরোধ করেছেন জুয়েলের পরিবার।