দিনাজপুরের হিলি সীমান্তে সনাতন হিন্দু ধর্মাবলম্বীদের ধর্মীয় উৎসব দিপাবলী উপলক্ষে বর্ডার গার্ড বাংলাদেশকে (বিজিবি) মিষ্টি উপহার দিয়ে শুভেচ্ছা জানিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী ।
রোববার বেলা সাড়ে ১০টার দিকে দিনাজপুরের হিলি সীমান্তের চেকপোস্ট গেটের শূন্য রেখায় বিজিবি ও বিএসএফের মাঝে এই শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠিত হয়। বিজিবির হিলি আইসিপি ক্যাম্প কমান্ডার আলতাব হোসেন বিষয়টি নিশ্চিত করেন।
ভারতের হিলি বিএসএফ ক্যাম্পের কমান্ডার সুদর্শন কেলা ও বিজিবির হিলি আইসিপি ক্যাম্পের কমান্ডার আলতাব হোসেন দুই বাহিনীর পক্ষে শুভেচ্ছা ও কুশল বিনিময় করেন। বিএসএফের পক্ষ থেকে বিজিবি দিনাজপুর সেক্টর কমান্ডার, জয়পুরহাট ২০ বিজিবি ব্যাটালিয়ন অধিনায়ক, টুআইসি ও বিভিন্ন ক্যাম্পের জন্য মোট ১০ প্যাকেট মিষ্টি উপহার দেন। এ সময় সেখানে উভয় বাহিনীর নারী ও পুরুষ সদস্যরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, দু’দেশের বিভিন্ন জাতীয় ও ধর্মীয় উৎসবগুলোতে বিজিবি ও বিএসএফ এই দুই বাহিনী একে অন্যকে মিষ্টিসহ বিভিন্ন উপহার সামগ্রী দিয়ে শুভেচ্ছা বিনিময় করে থাকে।