ঝিনাইদহের হরিণাকু-ুতে ৫৫ বোতল ফেনসিডিলসহ মঈনুল (৪০) নামে এক মাদক বিক্রেতাকে গ্রেফতার করেছে থানা পুলিশ। রোববার দুপুরে শহরের একতাঁরা মোড় থেকে তাকে গ্রেফতার করা হয়।এসময় তার দেহ তল্লাশি করে ৫৫ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। গ্রেফতারকৃত ময়নুল জেলার মহেশপুর উপজেলার ছলেমানপুর গ্রামের ইয়ার আলীর ছেলে।
হরিণাকু-ু থানার ওসি আসাদুজ্জামান জানান, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের একটি দল রোববার দুপুরে উপজেলা শহরের একতাঁরা মোড় থেকে ৫৫ বোতল ফেনসিডিলসহ তাকে গ্রেফতার করে। দীর্ঘদিন ধরে সে এলাকায় মাদক ব্যবসা পরিচালনা করে আসছে। সে হরিণাকু-ু ছাড়াও জেলার বিভিন্ন এলাকায় মাদক কেনাবেচার সাথে জড়িত। গ্রেফতারকৃত ময়নুলকে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনের মামলায় কোর্ট হাজতে প্রেরন করা হয়েছে।