দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলায় মটরযান আইনে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে ৮জন মটর সাইকেল ব্যবহারকারীকে জরিমানা করেছে। গত রোববার বেলা ১১টায় উপজেলা পরিষদ মার্কেটের সামনে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোঃ মশিউর রহমান এ অভিযান পরিচালনা করেন। তিনি জানান এ ধরনের অভিযান অব্যহত থাকবে। অভিযানে মটর সাইকেলের লাইসেন্স, ফিটনেস ও হেলমেট বিহীন যানবাহন ব্যবহারকারীদের জরিমানাসহ এল,ই,ডি লাইট ব্যবকারকারী বিভিন্ন যান বহনের বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা গ্রহন করা হয়।