কয়রায় পৃথক দু’টি ঘটনায় কমল বৈদ্য (৪০) ও আবুল হাসেম (৪২) নামে ২ ব্যক্তিকে ভ্রাম্যমান আদালতে সাজা প্রদান করা হয়েছে। জানা গেছে, কয়রা উপজেলা (ভারপ্রাপ্ত) নির্বাহী কর্মকর্তা ও সহকারি কমিশনার (ভুমি) মোঃ নুর ই আলম সিদ্দিকী গত শনিবার অভিযান চালিয়ে উপজেলার হড্ডা গ্রামের অর্পিতা মৎস্য ডিপোর মালিক পাইকগাছা এলাকার কমল বৈদ্যকে ৪ মন অপদ্রব্য পুষকৃত বাগদা চিংড়ী সহ আটক করেন। পরে অপদ্রব্য পুষকৃত বাগদা চিংড়ী ধবংস করা হয় ও কমল বৈদ্যকে ৫০ হাজার টাকা জরিমানা প্রদান করা হয়। অপরদিকে একই দিনে তিনি অভিযান চালিয়ে উপজেলার কুশোডাঙ্গা গ্রামের আবদুর সাত্তার সানার পুকুর থেকে কর্তন নিষিদ্ধ ৫ পিচ সুন্দরী কাঠ উদ্ধার করেন। এ সময় উদ্ধারকৃত কাঠের মালিক আবদুস সাত্তার সানার পুত্র আবুল হাসেমকে আটক করা হয়। পরবর্তিতে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে বিজ্ঞ বিচারক নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ নুর-ই আলম ছিদ্দিকি বন আইনে আবুল হাসেমকে ছয় মাসের বিনাশ্রম কারাদ- প্রদান করেন।