পিরোজপুরের ইন্দুরকানী উপজেলায় সাগর মুন্সি (২১) নামে এক হত্যা মামলার আসামীর মরদেহ ধান ক্ষেত থেকে উদ্ধার করেছে পুলিশ। শ্বশুর বাড়ি থেকে নিখোঁজের দুই দিন পর আজ রোববার দুপুরে উপজেলার পাড়েরহাট ইউনিয়নের দরিচর ইকর বুনিয়া গ্রামের এক ধান ক্ষেত থেকে মাটি চাপা দেয়া অবস্থায় তার লাশ উদ্ধার করা হয়। সাগর বাগেরহাট জেলার মোড়েলগঞ্জ উপজেলার তেতুলবাড়িয়া ইউনিয়নের সুতালরি গ্রামের আমজাদ মুন্সির ছেলে।
ইন্দুরকানী থানার ওসি হাবিবুর রহমান জানান, ১৫ দিন পূর্বে সাগর ইন্দুরকানী উপজেলার পাড়েরহাটের বাড়ৈখালী গ্রামের শ্বশুর নজরুল ইসলামের বাড়িতে বেড়াতে যান। সেখান থেকে গত শুক্রবার বিকালে নিখোঁজ হন তিনি। নিখোঁজের বিষয়ে সাগরের শ্বাশুরি ফাহিমা বেগম শনিবার ইন্দুরকানী থানায় একটি জিডি করেন। রোববার সকালে নিহত সাগরের খালাত ভাই আজাদ মোল্লাকে পুলিশ আটক করে জিজ্ঞাসাবাদ করে। জিজ্ঞাসাবাদে সে সাগরকে হত্যার কথা স্বীকার করে। ওসি জানান, আজাদের দেয়া তথ্য মতে ওই ধান ক্ষেত থেকে সাগরের লাশ উদ্ধার করা হয়।
উল্লেখ্য সাগর ইন্দুরকানীর পাড়েরহাটের উমেদপুর গ্রামের স্কুল ছাত্র সালাউদ্দিন হত্যা মামলার আসামী।