গত ২২ অক্টোবর সম্মেলন শেষে ভবেরচর ইউনিয়নের ৯টি ওয়ার্ডে আওয়ামী লীগের কমিটি গঠন করা হয়। উপজেলা আওয়ামী লীগের নির্দেশে ভবেরচর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহ আলম ও সিনিয়র সহ সভাপতি আবদুল হক সম্মেলন শেষে কমিটি গুলো অনুমোদন পূর্বক বিভিন্ন ওয়ার্ডের সভাপতি ও সাধারণ সম্পাকের নাম ঘোষণা করেন। ঘোষিত কমিটিতে ইউনিয়টির ৬নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক করা কয়েছে রমজান হোসেনকে। জানা যায়, রজমান হোসেন একসময় বিএনপির রাজনীতির সাথে যুক্ত ছিলেন। তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী মৎস্যজীবী দল ভবেরচর ইউনিয়ন শাখার সাংগঠনিক সম্পাদক ছিলেন। উপজেলা বিএনপি ও সেই কমটির একাধিক সদস্য বিষয়টি নিশ্চত করেছেন।
এদিকে ওয়ার্ড কমিটিতে রজমান হোসেনকে সাধারণ সম্পাদক করায় ক্ষোভ বিরাজ করছে স্থানীয় নেতাকর্মীদের মধ্যে।
গজারিয়া উপজেলা ছাত্র লীগের সাবেক সাধারণ সম্পাদক শাহ আলম শামীম জানান, রজমান আওয়ামী লীগে অনুপ্রবেশকারী তাকে ৬নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক করায় তিনি হতাশ হয়েছেন।
গজারিয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও গজারিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান আমিরুল ইসলাম জানান, রজমানের বিএনপি সংশ্লিষ্টার বিষয়ে প্রাথমিকভাবে অবগত হয়েছেন তিনি। তার ব্যাপরে নেতাকর্মীরা আপত্তি জানানোয় বিষয়টি ঊর্ধ্বতন নেতাকর্মীদের অবহিত করে সঠিক তদন্তপূর্বক ব্যবস্থা নেওয়া হবে।