নগরীর ফরিয়াপট্টি এলাকায় রোববার সকালে ট্রাকের চাঁপায় আলামিন (৩৫) নামের এক শ্রমিক নিহত হয়েছেন। ঘটনার পর ঘাত ট্রাকের চালক পালিয়ে গেলেও পুলিশ হেলপারকে আটক করেছে।
পুলিশ জানায়, একটি ট্রাক থেকে পন্য নামানোর কাজ করছিলো আলামিন। এ সময় পণ্যবাহী ওই ট্রাকটির পেছনে আরও একটি ট্রাক রাখা ছিলো। পেছনের ওই ট্রাকটিকে সেখান থেকে সরানোর জন্য উদ্যত হন ট্রাকের হেলপার। এ সময় সামনের ট্রাকের সাথে এসে ট্রাকটি ধাক্কা লাগে। এতে চাঁপা পরে আলামিন গুরুত্বর আহত হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে শেবাচিম হাসপাতালে ভর্তি করার পর চিকিৎসাধীন অবস্থায় সকাল নয়টার দিকে আলামিন মারা যায়।