পিরোজপুর থেকে প্রকাশিত দৈনিক পিরোজপুরের কথা পত্রিকার উপদেষ্টা সম্পাদক ও নাজিরপুর উপজেলা প্রেসক্লাবের প্রতিষ্ঠা সাধারন সম্পাদক প্রবীন সাংবাদিক শেখ জাকির আহম্মেদের মৃত্যুতে নাজিরপুর উপজেলা শ্রমিকলীগের উদ্যোগে দোয়া মাহফিল ও আলোচনা সভার আয়োজন করা হয়েছে। এ উপলক্ষে গত কাল শনিবার সন্ধায় উপজেলা আ.লীগের দলীয় কার্যালয়ে উপজেলা শ্রমিকলীগের সভাপতি মো. আলম হাওলাদারের সভাপতিত্বে ও মো. বদরুল বেপারীর পরিচালনায় এক আলোচনা সভার আয়োজন করা হয়। এ সময় ওই আলোচনা সভায় বক্তব্য রাখেন সাংবাদিক শেখ জাকির আহম্মেদের ছোট চাচা মাওলানা শেখ মনিরুজ্জামান, ভগ্নিপতি এ্যাড. মো. শহিদুল্লাহ খান, উপজেলা শ্রমিকলীগের সাধারন সম্পাদক মো. সাঈদ খান ও মাস্টার মো. মুক্তি মল্লিক প্রমূখ। এ সময় মরহুমের ২ পুত্রও উপস্থিত ছিলেন। পরে তার আত্মার মাগফেরত কামনা করে দোয়ার আয়োজন করা হয়। উরেøখ্য, সাংবাদিক শেখ জাকির আহম্মেদ গত বুধবার বিকাল সোয়া ৩টায় উপজেলার শ্রীরামকাঠী ইউনিয়নের চৌঠাইমহল গ্রামের নিজ বড়িতে বসে হৃদক্রীয়া যন্ত্রের কাজ বন্ধ হয়ে ইন্তেকাল করেন।