দিনে দুপুরে রহস্যজনক ভবে নিহত হওয়া রনি শর্মার (২০) মামলার প্রায় ৩ মাস অতিবাহিত হবার পরও কোনো আসামি গ্রেফতার হয়নি। এমনকি কোন আসামীকে জিজ্ঞাসাবাদ করা হয়নি। অধিকন্তু মামলা তুলে নেওয়ার জন্য প্রভাবশালী আসামীরা প্রকাশ্যে নিহত রনি শর্মার বাবা রনজিৎ শর্মা ও তার পরিবারের সদস্য প্রকাশে হুমকি দিচ্ছে। এতে করে তিনি ও তার পরিবারের সদস্য মারাতœক নিরাপত্তাহীনতায় ভুগছেন। ঘটনাটি ঘটেছে গত ২ আগস্ট মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলার টিলাগাঁও বাজারে।
প্রাপ্ত অভিযোগে জানা গেছে, নিহত রনি শর্মা টিলাগাঁও বাজারে ফ্লেক্সিলোডের ব্যবসা করতেন। প্রতিদিনের মতো ঘটনার দিন তিনি দোকানে আসেন। দুপুরে রহস্যজনক ভাবে তার মৃত্যু হয়। খবর পেয়ে কুলাউড়া থানা পুলিশ ঘটনা স্থলে পৌঁছে নিহত রনির মরদেহ উদ্ধার করে সুরতাল রিপোর্ট প্রস্থুত করে ঐ দিনই লাশ ময়নাতদন্তে জন্য মৌলভীবাজার জেলা হাসপাতালে প্রেরণ করে। এই ব্যাপারে পুলিশ কুলাউড়া থানায় একটি ইউডি মামলা রজু করে। যার নং ১, তাং ২ আগস্ট, ২০১৯।
অভিযোগে আরো জানা যায়, নিহত রনি শর্মার পিতা রনজিৎ শর্মা পুলিশের রহস্যজনক ভূমিকায় সন্তুষ্ঠ হতে না পেরে গত ১৪আগস্ট মৌলভীবাজার চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেড আদালতে ৫জন কে আসামী করে একটি হত্যা মামলা দায়ের করেন। বিজ্ঞ আদালত মামলাটি আমলে নিয়ে তদন্তের জন্য কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার বরাবরে প্রেরণ করেন। কিন্তু এ রিপোর্ট লেখা পর্যন্ত নিহত রনি শর্মা হত্যা মামলার কোনো অগ্রগতি হয় নি। পুলিশ কোনো আসামি গ্রেফতার করেনি এমনকি জিজ্ঞাসাবাদের জন্য থানায় আনেনি। অধিকন্তু মামলা তুলে নেয়ার জন্য প্রভাবশালী আসামী পক্ষ নিহত রণি শর্মার অসহায় দরিদ্র পিতা রনজিত শর্মা ও তার পরিবারকে প্রকাশ্যে হুমকি দিচ্ছে। রনজিত শর্মা জানান, আসামীরা এলাকায় প্রকাশ্যে ঘুরাফেরা করছে। তাদের ভয়ে তিনি ও তার পরিবার সর্বদা ভীত সন্ত্রস্ত। কিন্তু পুলিশ তাদের গ্রেফতার করছে না।
এদিকে গোপন সূত্রে জানা গেছে, গত ১২ সেপ্টেম্বর মৌলভীবাজার জেলা হাসপাতাল থেকে ময়না তদন্তের প্রাথমিক রিপোর্ট প্রদান করা হয়েছে। ময়নাতদন্তকারী ডাক্তারের সন্দেহ থাকায় ঢাকা মহাখালী থেকে নিহত রণি শর্মার বিছেরা রিপোর্ট আসার পর পূর্ণাঙ্গ রিপোর্ট প্রদান করা হবে।
এ ব্যপারে কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ ইয়ারদোস হাসান টেলিফোনে ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, মামলা দুটির তদন্ত চলছে। ময়না তদন্ত প্রাথমিক রিপোর্ট পাওয়া গেছে। পূর্ণাঙ্গ রিপোর্ট পাওয়া গেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।