বাকেরগঞ্জের কলসকাঠীতে রাজনৈতিক নেতা ও পুলিশ মিলে নদীতে ইলিশ মাছ শিকারের মহোৎসব চলছে। প্রশাসন নির্বিকার। দেখার যেন কেউ নেই। যারা রক্ষক তারাই এখন ভক্ষক। ইলিশ মাছ রক্ষার জন্য উপজেলা প্রশাসনের অভিযানও প্রশ্নবিদ্ধ! তারা নামে মাত্র অভিযান পরিচালনা করে ফটোসেশনেই সীমাবদ্ধ রেখেছেন তাদের ইলিশ মাছ রক্ষা অভিযান। উপজেলার কলসকাঠী ইউনিয়নের সাদিশ, আমতলী, বাগদিয়া ও নলুয়া ইউনিয়নের পাতাবুনিয়া গ্রামের মধ্য দিয়ে তেঁতুলিয়া নদী বহমান। ইলিশের বংশবিস্তারে সরকার সারাদেশে ৯ সেপ্টেম্বর থেকে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত ইলিশ মাছ ধরা,ক্রয়-বিক্রয় ও পরিবহন নিষিদ্ধ ঘোষণা করলেও থেমে নেই তেঁতুলিয়া নদীর জেলেরা। জোয়ার এলে তেঁতুলিয়া নদীতে আগের মতই শতশত জেলেরা নিষিদ্ধ কারেন্ট জাল দিয়ে ইলিশ মাছ শিকার করছেন। প্রতিদিন সকাল ৬ টা থেকে বেলা সাড়ে ১২ টা, সন্ধ্যা সাড়ে ৬ টা থেকে রাত ৯ পর্যন্ত জেলেরা ইলিশ মাছ শিকার করছেন। নামেমাত্র অভিযান পরিচালনা করায় নদীতে প্রশাসনের অনুপস্থিতিতে চলছে ইলিশ মাছ শিকারের মহোৎসব। নাম প্রকাশ না করার শর্তে একাধিক জেলেরা জানান, জাতীয় পার্টির পরিচয় দিয়ে লাভু শরীফ অবরোধের সময় এ সিন্ডিকেট নিয়ন্ত্রণ করেন। এজন্য তিনি পুলিশ-সাংবাদিক ও রাজনৈতিক নেতাদের ম্যানেজ করার নামে জেলেদের প্রতিটি নৌকা থেকে ৪টি করে মাছ উত্তোলন করেন। আর লাভু শরীফকে শেল্টার দেয় কলসকাঠী ইউনিয়ন জাতীয় পার্টির সাধারণ সম্পাদক এমএ বাসেদ হলাদার বাচ্চু। অভিযোগ রয়েছে, ইলিশ শিকারের নামে লাভু শরীফ নৌকা থেকে প্রতিদিন যে মাছ উত্তোলন করেন পুলিশ ও সাংবাদিক ম্যানেজার নামে তার অর্ধেকটা দেয়া হয় বাচ্চু হাওলাদারকে। সুত্র জানায়, বুধবার বিকেলে সাদিশ সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে জাপা নেতা বাচ্চু হাওলাদার জেলেদের সাথে বৈঠক করে ইলিশ মাছ ধরার জন্য তাদেরকে অভয় প্রদান করেন। বাগদিয়া গ্রামের একাধিক সংখ্যালঘু জেলে তাদের নাম প্রকাশ না করার শর্তে এ প্রতিবেদককে জানান, শুক্রবার রাত১১ টা থেকে ১ টা পর্যন্ত কলসকাঠী পুলিশ ক্যাম্পের এএসআই রিয়াজ একজন কনস্টেবলসহ জাপা নেতা বাচ্চুকে সাথে নিয়ে বাগদিয়া গ্রামের ৩৬০ ঘর গ্রামে ইলিশ মাছ রক্ষা করার নামে অভিযান চালিয়ে জেলেদের নৌকা থেকে ুই বস্তা (সিমেন্টের বস্তা) ইলিশ মাছ নিয়ে এসে ভাগাভাগি করে নেয়। উপজেলা প্রশাসনের কোনো কর্মকর্তা ছাড়া পুলিশ পাবলিকের সাথে ইলিশ মাছ রক্ষার কোন অভিযানে যেতে পারবেনা বিধিতে উল্লেখ থাকলেও এএসআই রিয়াজ তা মানেননি। নাম প্রকাশে অনিচ্ছুক কলসকাঠী ইউনিয়ন যুবলীগের এক নেতা জানান, সাম্প্রতিক সময়ে কলসকাঠীতে ৭টি স্বর্ণের ােকানে সিরিয়াল ডাকাতি সংগঠিত হলে প্রশাসন বাজারের নিরাপত্তার স্বার্থে এখানে একটি অস্থায়ী পুলিশ ক্যাম্প দেয়। সেই ক্যাম্পে কর্মরত রয়েছেন এএসআই রিয়াজ। তিনি বাজারের নিরাপত্তার স্বার্থকে জলাঞ্জলি দিয়ে রাজনৈতিক নেতাদের সাথে ইলিশ নিধন করছেন। অভিযুক্ত লাভ শরীফের সাথে আলাপকালে তিনি বলেন, জেলেরা তাকে যে ইলিশ মাছ দেয় তা থেকে তিনি সাংবাদিক-পুলিশসহ বড় ভাইদের সবাইকেই দিয়ে াকেন। তবে কাদেরকে তিনি মাছের ভাগ দেন তা বলতে অপারগতা প্রকাশ করেন। এ বিষয়ে জানতে চাইলে এএসআই রিয়াজ শুক্রবার রাতে বাগদিয়া গ্রামে গিয়েছিলেন স্বীকার করলেও সেখান থেকে ইলিশ মাছ নেয়ার বিষয়টি তিন অস্বীকার করেন। জাপা নেতা বাচ্চুর সাে এ বিষয়ে আলাপের চেষ্টা করলে তাকে পাওয়া যায়নি। উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ রাকিব হাসান বলেন, তিনি প্রতিদিন বিভিন্ন নদীতে অভিযান পরিচালনা করছেন। উল্লিখিত নদীতে তিনি আরও কঠোর অভিযান পরিচালনা করবেন বলে জানান। বাকেরগঞ্জ ানা কর্মকর্তা ইনচার্জ মোঃ আবুল কালাম বলেন, পুলিশের কাজ বংশবিস্তারের জন্য ইলিশ মাছকে রক্ষা করার জন্য প্রশাসনের সাে সহযোগিতা করা। সেখানে তারা কেউ জেলেদের কাছ থেকে ইলিশ মাছ নিয়ে আসবে এটা কাম্য নয়। অফিসারদের কেউই এ কাজের সাথে জড়িত থাকলে তদন্ত করে তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। উপজেলা নির্বাহী কর্মকর্তা মাধবী রায় উপর্যুক্ত অভিযোগের বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নিবেন বলে জানান।