কিশোরগঞ্জ জেলা পাবলিক স্কুল এ- কলেজের বার্ষিক দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে জেলা শহরের শিল্পকলা রোডে অবস্থিত শিক্ষা প্রতিষ্ঠানে দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন কিশোরগঞ্জ জেলা পাবলিক স্কুল এ- কলেজের প্রিন্সিপাল মোঃ রফিকুল ইসলাম রিফাত। বক্তব্য রাখেন প্রতিষ্ঠানের কোর্ডিনেটর সাবেক অধ্যক্ষ মুজিবুর রহমান, শিক্ষক আমিনুল ইসলাম ,রুহুল আমিন, সাংবাদিক ও লেখক আমিনুল হক সাদী। দোয়া মাহফিলে প্রতিষ্ঠানের বিদায়ী শিক্ষার্থীদের জন্য বিশেষ দোয়া করা হয়। এ সময় প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষার্থীসহ গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।