মৃত স্বজণের আত্মার শান্তি কামনায় শনিবার (২৬ অক্টোবর) সন্ধায় পটুয়াখালীর কলাপাড়া পৌর মহাশ্মশানে হিন্দু সম্প্রদায়ের হাজারো নারী-পুরুষ দিপাবলী উৎসব পালন করে। এ সময় মোমবাতি আলোয় আলোকিত করা হয় প্রতিটি শ্মশান। স্বজণরা সমাধির সামনে বসে মৃত ব্যক্তির আত্মার শান্তি কামনা করে প্রার্থণা করেন এবং মোমবাতি প্রজ্জলন করেন।
শ্মশান দিপালী উদযাপন কমিটির সদস্যরা জানান, প্রতিবছর চতুর্থ দশীর পূণ্যতিথিতে কলাপাড়া মহাশ্মশানে সমবেত হন হিন্দু সম্প্রদায়ের নারী-পুরুষরা। তাঁরা তাঁদের মৃত স্বজণের আত্মার শান্তি কামনা করে পূজা অর্চনা করেন। সন্ধা থেকে গভীর রাত পর্যন্ত এ পূজা অর্চনা ও ধর্মীয় নাম কীর্তণ চলে। কয়েকশ বছর ধরে ধর্মীয় এ রীতি চলে আসছে বলে তারা জানান। একই দিন কলাপাড়ার চিংগড়িয়া ও নাচনাপাড়া শ্মশানে এ শ্মশান দিপালী উদযাপন হয়।