সকাল ৯টায় মুন্সীগঞ্জের গজারিয়ায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে স্বাস্থ্য ও পরিবার কল্যায়ন মন্ত্রনালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের মাননীয় সচীব মোঃ আসাদুল ইসলাম মহোদয় হাসপাতালের বিভিন্ন বিভাগ ঘুরে পরিদর্শন করে হাসপাতালের রোগীদের সাথে কথা বলেন ও খোঁজ খবর নেন। হাসাপাতালের সার্বিক অবস্থার খোজ-খবর নেন। এসময়ে তার সাথে ছিলেন গজারিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান আমিরুল ইসলাম, গজারিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা হাসান সাদী, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের টি এইচ ও ডাঃ আশ্রাফুল আলম, গজারিয়া উপজেলার পরিষদের ভাইসচেয়ারম্যান আতাউর রহমান নেকী খোকন, মহিলা ভাইসচেয়ারম্যান খাদিজা আক্তার আখি, কমিউনিটি পুলিশের সভাপতি নাসির উদ্দিন মিয়াজী, টেংগারচর ইউনিয়নের চেয়ারম্যান সালাউদ্দিন মাষ্টার, গজারিয়া থানা আওয়ামী লীগের সাংগঠনিক ফিরোজ আহমেদ ফরাজী এর সমন্ব গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অডিটরিয়ম রুমে একটি মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়।