আশাশুনি উপজেলার দরগাহপুর ইউনিয়নে বাংলাদেশ আওয়ামী লীগের সদস্যপদ নবায়ন ও নতুন সদস্য সংগ্রহ কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৬ অক্টোবর) দরগাহপুর ইউনিয়ন পরিষদ মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
দরগাহপুর ইউপি চেয়ারম্যান শেখ মিরাজ আলির সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামীলগের সদস্যপদ নবায়ন ও নতুন সদস্য সংগ্রহ কমিটির আহ্বায়ক ও উপজেলা আ.লীগ সহ-সভাপতি রফিকুল ইসলাম মোল্যা। বিশেষ অতিথি ছিলেন, উপজেলা ভাইস চেয়ারম্যান অসীম বরণ চক্রবর্তী, আ.লীগ সাংগঠনিক সম্পাদক ও সদস্য আবদুস সামাদ বাচ্চু, বিমল কৃষ্ণ সানা, প্রচার ও প্রকাশনা সম্পাদক ও সদস্য জগদীশ সানা, ইউনিয়ন সাধারণ সম্পাদক শেখ শামীনুর রহমানসহ ইউনিয়নের সকল ওয়ার্ড আ.লীগ সভাপতি ও সেক্রেটারীবৃন্দ উপস্থিত ছিলেন।