পুলিশের সাথে কাজ করি- মাদক, জঙ্গি ও সন্ত্রাসমুক্ত দেশ গড়ি প্রতিপাদ্যে গাজীপুরের কালীগঞ্জে কমিউনিটি পুলিশিং ডে-২০১৯ পালিত হয়েছে।
শনিবার দুপুরে জেলা পুলিশের আয়োজনে ও কালীগঞ্জ থানার কর্মকর্তা ইনচার্জ একেএম মিজানুল হক মিজানের সমন্বয়ে একটি বর্ণাঢ্য র্যালী কালীগঞ্জ থানা হতে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ চত্বরে আলোচনা সভায় মিলিত হয়।
উপজেলা কমিউনিটি পুলিশের সভাপতি এবিএম তারিকুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গাজীপুরের পুলিশ সুপার ও জেলা কমিউনিটি পুলিশিং সমন্বয় কমিটির প্রধান উপদেষ্টা শামসুন্নাহার পিপিএম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণায়ল সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মেহের আফরোজ চুমকি, এমপি।
বিশেষ অতিথি, উপজেলা পরিষদের চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন পলাশ, উপজেলা নির্বাহী কর্মকর্তা শিবলী সাদিক, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুল গণি ভুইয়া, সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মোঃ মোস্তফা মিয়া ও উপজেলা কমিউনিটি পুলিশিং কমিটির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন দুলাল।
অনুষ্ঠানে বক্তারা বলেন, জনসাধারণের তুলনায় পুলিশের সংখ্যা খুবই কম। তাই অপরাধ কমাতে পুলিশ ও জনগণের সমন্বয়ে কমিউনিটি পুলিশ গঠন করা হয়েছে। দেশ থেকে সন্ত্রাস, দূর্ণীতি, মাদক, জঙ্গিবাদ, বাল্য বিবাহরোধে সবাইকে একসাথে কাজ করতে হবে।