নোয়াখালীতে সাংবাদিকদের সাথে পুলিশের প্রীতি ফুটবল ম্যাচ জেলা পুলিশ লাইন মাঠে অনুষ্ঠিত হয়েছে।
শনিবার বিকেল ৪ টায় জেলা পুলিশ লাইন মাঠে জেলা পুলিশের উদ্যোগে একটি প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। এতে নোয়াখালী জেলার কর্মরত সকল সাংবাদিক সহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ বিভিন্ন ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। ৬০ মিনিটের খেলায় দুই পক্ষ সমানভাবে খেলে। এসময়ে মধ্যে কোন পক্ষই গোল করতে না করায় খেলাটি গোলশূন্যে শেষ হয়েছে। এ সময় খেলা পরিচালনা করেন রেফারি নুর হোসেন মনা, সহকারী রেফারি রাজু ও জাহিদ।
পরে জেলা পুলিশ সুপার আলমগীর হোসেন উভয় পক্ষের খেলোয়াড়দের হাতে সম্মাননা পুরষ্কার প্রদান করেন।
এ সময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার দীপক জ্যোতি খীসা, সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আবদুর রহিম, বেগমগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শাহ জাহান শেখ, হাতিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার ওমর ফারুক, সুধারাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নবীর হোসেন, ডিবি কর্মকর্তা ইনচার্জ কামরুজ্জামান শিকদার প্রমুখ।