কুমিল্লার হোমনায় অত্যন্ত জাঁকজমকভাবে কমিউনিটি পুলিশিং ডে উদযাপন করা হয়েছে। এ উপলক্ষ্যে হোমনা থানার উদ্যোগে শনিবার বেলা তিনটায় উপজেলা সদরে বর্ণাঢ্য র্যালি, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। সংসদ সদস্য সেলিমা আহমাদ মেরী প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে র্যালিতে অংশগ্রহণ করেন। পরে থানা কম্পাউন্ডে ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ মো. ফজলে রাব্বীর সভাপতিত্বে ‘পুলিশের সঙ্গে কাজ করি, মাদক, জঙ্গি, সন্ত্রাসমুক্ত দেশ গড়ি’ -এই শ্লোগানকে সামনে রেখে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন- পৌর মেয়র অ্যাড. মো. নজরুল ইসলাম, ভাইস চেয়ারম্যান মহসিন সরকার, মহিলা ভাইস চেয়ারম্যান নাছিমা আক্তার রীনা, আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ও সৈয়দ মো. ইসমাইল, পৌর আ.লীগের সভাপতি আনোয়ার হোসেন বাবুল, আ.লীগের সাংগঠনিক সম্পাদক শাহিনুজ্জামান খোকন, সাংবাদিক মোর্শেদুল ইসলাম শাজু, পৌর যুবলীগের সভাপতি জহিরুল ইসলাম প্রিন্স প্রমুখ। সন্ধ্যায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।