জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাগ্নে পার্বত্য শান্তি চুক্তি বাস্তবায়ন কমিটির আহ্বায়ক (মন্ত্রী) ও বরিশাল জেলা আওয়ামী লীগের সভাপতি আবুল হাসানাত আব্দুল্লাহ এমপি বলেছেন, কমিউনিটি পুলিশ হচ্ছে তৃণমূল পর্যায়ের জনগনের বন্ধনের বন্ধু। জনগন ও পুলিশকে সাথে নিয়েই সমাজের অপরাধমুক্ত পরিবেশ তৈরী করতে হবে। পুলিশ ছাড়া কোন দেশ চলতে পারেনা। আমাদের দেশের পুলিশ বরাবরেই সাহসিকতার পরিচয় দিয়ে সমাজ থেকে অনেক অপরাধমূলক কাজ ধ্বংস করেছে। মন্ত্রী আরও বলেন, আমাদের দেশের পুলিশ বিদেশে শান্তি মিশনে গিয়েও জোড়ালো ভূমিকা পালন করে দেশের সম্মান বৃদ্ধি করেছে।
“পুলিশই জনতা জনতাই পুলিশ, পুলিশের সাথে কাজ করি মাদক-জঙ্গি ও সন্ত্রাসমুক্ত দেশ গড়ি” শ্লোগানকে সামনে রেখে কমিউিনিটি পুলিশিং ডে উদ্যাপন উপলক্ষে শনিবার সকাল ১০টায় নগরীর বঙ্গবন্ধু উদ্যানে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী বলেন, যে নেতার জন্ম না হলে বাংলাদেশ স্বাধীন হতোনা। সেই জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে ঘাতক সেনারা হত্যার মাধ্যমে বাংলাদেশের অগ্রযাত্রা থামিয়ে দিয়েছিলো। দীর্ঘদিন পরে হলেও সেই নেতার সুযোগ্য কন্যা বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঠিক নেতৃত্বে দেশ আজ সোনার বাংলা প্রতিষ্ঠিত হওয়ার দিকে এগিয়ে যাচ্ছে। তাই এখনও উন্নয়নের গতি থামিয়ে দিতে একটি কু-চক্রিমহল গুজব ছড়িয়ে দেশের মধ্যে একের পর এক অস্থিশিল পরিস্থিতি সৃষ্টির পায়তারা করছে। কিন্তু বাংলাদেশের দক্ষ চৌকস পুলিশ বাহিনীর বলিষ্ট ভূমিকার কারণে ষড়যন্ত্রকারীরা প্রতিবারই ব্যর্থ হয়েছে।
মন্ত্রী বলেন, আমরা বিশ্বাস করি পুলিশের এধারা অব্যহত থাকলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ উন্নয়নের রোল মডেলে পৌছাতে ৪১ সালের প্রয়োজন হবেনা। এরআগেই আমরা উন্নয়ন রোল মডেলের দেশে পা রাখতে পারবো।
বরিশাল মেট্রোপলিটন পুলিশের আয়োজনে ও (বিএমপি) পুলিশ কমিশনার শাহাবুদ্দিন খানের সভাপতিত্বে সমাবেশে বিশেষ অতিথি ছিলেন-পানি সম্পদ প্রতিমন্ত্রী কর্নেল (অবঃ) জাহিদ ফারুক শামীম, বরিশাল সিটি কর্পোরেশনের মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ। সমাবেশে প্রধান বক্তা ছিলেন স্পেশাল ব্রাঞ্চের অতিরিক্ত আইজিপি মীর শহিদুল ইসলাম। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বরিশাল র্যাব-৮ এর সিইও অতিরিক্ত ডিআইজি আতিকা ইসলাম, বিএমপি উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) মোয়াজ্জেম হোসেন ভূঁইয়া, উপ-পুলিশ কমিশনার (উত্তর) মোক্তার হোসেন, জেলা প্রশাসক এসএম অজিয়র রহমান, কোতোয়ালি মডেল থানার কর্মকর্তা ইনচার্জ মোঃ নুরুল ইসলাম পিপিএম প্রমুখ।
সবশেষে প্রধান অতিথি কমিউনিটি পুলিশিং ডে উপলক্ষে চিত্রাঙ্কন ও বিতর্ক প্রতিযোগিতার বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দিয়েছেন। এরপূর্বে সকাল ১০টায় সার্কিট হাউজ প্রাঙ্গন এলাকায় বেলুন ও ফেস্টুন উড়িয়ে কমিউনিটি পুলিশিং ডে কর্মসূচির উদ্বোধণী অনুষ্ঠান শেষে নগরীতে বর্ণাঢ্য র্যালী বের করা হয়। এ ছাড়া জেলা পুলিশের আয়োজনে ঢাকা-বরিশাল মহাসড়কের গৌরনদী বাসষ্ট্যান্ড থেকে বর্ণাঢ্য র্যালী বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করা হয়। শেষে শহীদ সুকান্ত বাবু মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভায় জেলা পুলিশ সুপার সাইফুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য, সংরক্ষিত আসনের এমপি অ্যাডভোকেট সৈয়দা রুবিনা আক্তার মিরা। বিশেষ অতিথি ছিলেন গৌরনদী উপজেলা পরিষদের চেয়ারম্যান সৈয়দা মনিরুন নাহার মেরী। সবশেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।