দিনাজপুরের পার্বতীপুর মডেল থানার আয়োজনে কমিউনিটি পুলিশিং ডে- ২০১৯ উদযাপন করা হয়েছে। "পুলিশের সাথে কাজ করি, মাদক-জঙ্গী- সন্ত্রাসমুক্ত দেশ গড়ি" এই প্রতিপাদ্য নিয়ে ২৬ অক্টোবর শনিবার সকাল ১০ টায় এক বর্ণাঢ্য রেলি মডেল থানা থেকে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে আদর্শ ডিগ্রী কলেজ মাঠে গিয়ে কলেজের হলরুমে এক আলোচনা সভায় মিলিত হয়। আলোচনা সভায় বক্তব্য রাখেন ওসি তদন্ত সোহেল রানা, উপজেলা ভাইস চেয়ারম্যান আমিরুল মোমেনিন,রুকশানা রুকু, অধ্যক্ষ মবিদুল ইসলাম,উপাধ্যক্ষ মুর্তুজা শাহ, গোলাম রসুল মিন্টু, সাদেকুল ইসলাম, ওয়াদুদ আলী শাহ, মমিনুল মাস্টার,কবির হোসেনসহ বিভিন্ন ইউনিয়নের কমিউনিটি পুলিশের প্রতিনিধিবৃন্দ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মডেল থানার ওসি মোখলেছুর রহমান। সভাপতির ভাষণে তিনি বলেন,বাল্য বিবাহ, মাদক, জঙ্গি, সন্ত্রাস আর দুর্নীতি এসব সামাজিক ব্যধি। এসব নির্মূলে কমিউনিটি পুলিশিং এর প্রয়োজনীয়তার উপর গুরুত্বারোপ করে বক্তব্য রাখেন তিনি। মাদকের ব্যবসা পরিত্যাগ না করলে মাদক ব্যবসায়ীদের বাড়িতে সাইন বোর্ড লাগিয়ে দেওয়া হবে বলেও তিনি উল্লেখ করেন। অনুষ্ঠান সঞ্চালন করেন মডেল থানার এস আই নয়ন।