রেলপথ মন্ত্রী নূরুল ইসলাম সুজন এম পি বলেছেন, দেশ কি দিল সেটা বড় নয়, দেশের জন্য কি করতে পারলাম সেটা ভেবে ভবিষ্যৎ প্রজন্মের জন্য এ্কটি সুন্দর সমাজ ব্যবস্থার ক্ষেত্র প্রস্তুত করতে সকলকে দেশের কাজে এগিয়ে আসতে হবে।
আজ পঞ্চগড় পুলিশ লাইন্স চত্বরে, জেলা পুলিশ আয়োজিত কমিউনিটি পুলিশিং ডে উপলক্ষে এক সমাবেশে এ কথা বলেন। মন্ত্রী বলেন, ধর্মের নামে যারা পুলিশকে আক্রমণ ও মানুষ হত্যা করে এদের বিরুদ্ধে সজাগ থেকে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তুলতে হবে। মাদক ও জঙ্গি মুক্ত অসাম্প্রদায়িক সমাজ ও দেশ গড়ার জন্য সমাজের সকলস্তরের মানুষকে নিজ নিজ অবস্থান থেকে অবদান রাখার আহবান জানান।
পঞ্চগড় পুলিশ সুপার মোহাম্মদ ইউসুফ আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অন্যানের মধ্যে, জেলা পরিষদ চেয়ারম্যান আনোয়ার সাদাত সম্্রাট, উপজেলা পরিষদ চেয়ারম্যান আমিরুল ইসলাম, পৌর মেয়র তৌহিদুল ইসলাম, জেলা কমিউনিটি পুলিশিং কমিটির সভাপতি কিসওয়ার হোসেন ভানু বক্তব্য রাখেন।
দিবসটি উপলক্ষে সকালে সার্কিট হাউস চত্বর থেকে একটি বনাঢ্য শোভাযাত্রা বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে পুলিশ লাইন্সে এসে শেষ হয়। পরে পুলিশ সদস্যদের রক্তদান ও রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচি পালন করা হয়।