বানিজ্যমন্ত্রী টিপু মুন্সি এমপি বলেছেন রংপুরের ঐতিহ্যবাহী পুরানত শহর মাহিগঞ্জ, কালের স্বাক্ষী বহন করছে মাহিগঞ্জ এখানে রয়েছে ইতিহাসের অনেক স্বাক্ষী। এই সরকারের আমলে মাহিগঞ্জকে মেট্রোপলিটন থান হিসাবে উন্নীত করা হয়েছে। অনেক প্রতিষ্ঠান এখনো গড়ে উঠেনি ধীরে ধীরে সে সকল প্রতিষ্ঠান নির্মান করা হবে। ১৯৯৫ সালে আমার অর্থায়নে নির্মিত জাতীর জনক বঙ্গবন্ধুর নামে মাহিগঞ্জে বঙ্গন্ধু মেমোরিয়াল হাসপাতাল প্রতিষ্ঠা করি। এই হাসপাতালটিকে রংপুর পৌরসভা পরবর্তিতে রংপুর সিটি কর্পোরেশনকে পরিচালনার দায়িত্বে দেয়া হলে সিটি করপোরেশন বঙ্গবন্ধু মেমোরিয়াল হাসপাতালটি চালু পরিচালনার ক্ষেত্রে ব্যর্থ হয়েছেন, বর্তমানে হাসপাতালটি বন্ধ রয়েছে। শনিবার সকালে মাহিগঞ্জবাসীর উদ্যেগে হাসপাতালের সামনে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। হাজার হাজার লোক ব্যানারনিয়ে রাস্তার দুধারে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন। বনিজ্যমন্ত্রী পীরগাছা যাওয়ার পথে হাসপাতালের সামনে যাত্রাবিরতী করেন এ সময় এলাকাবাসীর পক্ষথেকে সরকারীকরনের দাবীতে মাননীয়মন্ত্রীকে প্রধানমন্ত্রী বরাবরে স্মারলিপি প্রদান করা হয়। বানিজ্যমন্ত্রী স্মারকলিপি গ্রহন করে বলেন আমি মাননীয় প্রধানমন্ত্রী ও স্বাস্থ্যমন্ত্রীকে দিয়ে এই হাসপাতালটি সরকারী করনের সহযোগীতা অবশ্যই করব এবং সবার জন্য স্বাস্থ্যসেবা নিশ্চিত করা হবে বলে তিনি জানান। এ সময় স্মারকলিপি প্রদান করেন ২৯ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধরণ সম্পাদক মোস্তাফিজার রহমান, আওয়ামী লীগ সভাপতি আবদুর রব পাটোয়ারী, বীর মুক্তিযোদ্ধা বাবু রাম কৃষ্ণ সোমানী, মাহিগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি বাবলু নাগ, বিশিষ্ট সমাজ সেবক আবদুর রহমান বাবু, মাহিগঞ্জ বাজার দোকান মালিক সমিতির সাধারণ সম্পাদক মাসুদ পারভেজ টিটু, স্বেচ্ছাসেবক লীগ নেতা সাহাদৎ হোসেন লিখন, তাজুল ইসলাম সহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান, সামাজিক সাংস্কৃতিক প্রতিষ্ঠান এর নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। বক্তারা মাহিগঞ্জ বঙ্গবন্ধু মেমোরিয়াল হাসপাতাল সরকারী করনের জোর দাবি জানান।