হাইওয়ে পুলিশের অতিরিক্ত আইজিপি ব্যারিস্টার মাহবুবুর রহমান বলেছেন, মানুষের জন্য আইন, আইনের জন্য মানুষ নয়। জনসাধারণের বিপক্ষে যায় এমন কাজ হাইওয়ে পুলিশ কখনো করবে না। হাইওয়ে পুলিশ জনবান্ধব পুলিশিংকে সর্বাধিক গুরুত্ব আরোপ করে মহাসড়কে জনগণের কাঙ্খিত সেবা নিশ্চিত করছে।
শনিবার বিকেলে টঙ্গীর হোসেন মার্কেটস্থ হাইওয়ে পুলিশের গাজীপুর রিজিয়ন পুলিশ সুপারের কার্যালয়ে কমিউনিটি পুলিশিং ডে-২০১৯ উপলক্ষে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। গাজীপুর রিজিয়নের হাইওয়ে পুলিশ সুপার আলী আহমদ খানের সভাপতিত্বে ও মনোয়ার হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ঢাকা হাইওয়ে পুলিশের অতিরিক্ত ডিআইজি তানভীর হায়দার চৌধুরী, এসপি বরকত উল্লাহ খান, আনিসুজ্জামান। এতে আরও বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার শামসুল আলম সরকার, জাহিদুল ইসলাম, ঢাকা সড়ক পরিবহণ মালিক সমিতির কার্যকরি সভাপতি মুহাম্মদ আবুল কালাম, গাজীপুর জেলা ট্রাক-কার্ভার্ড ভ্যান মালিক সমিতির সাধারণ সম্পাদক আজাদ হোসেন, আব্দুল্লাহেল বাকী, সার্জেন্ট জেসিকা, মোস্তাফিজুর রহমান, তাহেরা খাতুন প্রমুখ।