চাটমোহর সরকারি কলেজের অফিস সহকারী কর্তৃক শিক্ষককে লাঞ্ছিত করা,অধ্যক্ষ কর্তৃক শিক্ষকদের বিরুদ্ধে পৃথক দুটি মামলা দায়ের করা ও পদ সৃজনের জন্য শিক্ষকদের আত্তীকরণের ফাইল সংশ্লিষ্ট দপ্তরে না পাঠোনোর প্রতিবাদে,মামলা প্রত্যাহার ও অধ্যক্ষের অপসারণ দাবিতে কলেজের শিক্ষকরা সকল পরীক্ষা বর্জনসহ অনির্দিষ্টকালের জন্য ক্লাস বর্জন শুরু করেছে। গত বৃহস্পতিবার থেকে শিক্ষক-কর্মচারী এই কর্মসূচি শুরু করেন। শনিবার কলেজ ক্যাম্পাসে শিক্ষকরা তাঁদের দাবিতে প্রতিবাদ সভা করেছেন। কলেজের প্রশাসনিক ভবনের সামনে অনুষ্ঠিত হয় প্রতিবাদ সভায় বক্তব্য দেন,মোস্তফা কামাল,বিকাশ মৈত্র,লিলি আকতার,রাবেয়া খাতুন প্রমূখ। কলেজের অধ্যক্ষ মোঃ মিজানুর রহমান অবশ্য দাবি করেছেন শিক্ষক লাঞ্ছিত করার কোন ঘটনা ঘটেনি। আর ক্লাস বর্জনের বিষয়টি তার জানা নেই।
বক্তারা অধ্যক্ষকে দূর্নীতিবাজ আখ্যায়িত করে আবারো তার অপসারণ দাবি করেন। তারা অধ্যক্ষ কর্তৃক শিক্ষকদের বিরুদ্ধে হয়রানীমূলক মিথ্যে মামলা দায়েরের প্রতিবাদ জানান এবং মামলা প্রত্যাহারের দাবি করেন। শিক্ষকরা অভিযোগ করেন,কলেজ সরকারিকরণের পর থেকেই অধ্যক্ষ পদসৃজন প্রক্রিয়া বিলম্বিত করেন। শিক্ষকদের আত্তীকরণ ফাইল নির্ধারিত সময়ে সংশ্লিষ্ট দপ্তরে না পাঠিয়ে তালবাহানা শুরু করেন। শিক্ষকদের বিরুদ্ধে নানা অপপ্রচার ও হয়রানীমূলক পদক্ষেপ নিতে থাকেন। এরই অংশ হিসেবে অধ্যক্ষের আত্মীয় কলেজের অফিস সহকারী ও ছাত্রলীগ নেতা আঃ রাজ্জাক কলেজের হিসাব বিজ্ঞান বিভাগের শিক্ষক নাজমুল হককে লাঞ্ছিত করে। অধ্যক্ষের নির্দেশেই এ ঘটনা ঘটানো হয়েছে। শিক্ষকরা অধ্যক্ষের বিরুদ্ধে দূর্নীতি,ভুয়া শিক্ষক নিয়োগসহ বিভিন্ন অভিযোগ তুলে তার অপসারণ দাবি করেন।
ইতোপূর্বে অধ্যক্ষ মোঃ মিজানুর রহমানের অপসারণ দাবিতে কলেজের শিক্ষক-কর্মচারী কালো ব্যাজ ধারণ,মৌন মিছিল,অবস্থান কর্মসূচী,পোস্টারিং করা,লিফলেট বিতরণ,মানববন্ধন,ক্লাস বর্জনসহ বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করেন। এরআগে ২৩ জুন’১৯ তারিখে শিক্ষক-কর্মচারী অধ্যক্ষ কর্তৃক কলেজ সরকারিকরণ প্রক্রিয়ায় শিক্ষকদের পদ সৃজন করে বৈধ শিক্ষকদের বাদ দেওয়ার ষড়যন্ত্রের প্রতিবাদে ও অধ্যক্ষের অপসারণ দাবিতে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি পেশ করেছেন। এসকল কারণে মুখোমুখি দাঁড়িয়ে যান অধ্যক্ষ-শিক্ষক। একে অপরের বিরুদ্ধে অভিযোগ-পাল্টা অভিযোগ তুলে ধরেন। সরকারি বিভিন্ন দপ্তরে উভয় পক্ষই অভিযোগ দায়ের করেন। একাধিক তদন্ত অনুষ্ঠিত হয়। প্রাথমিক তদন্তে অধ্যক্ষের দূর্নীতির প্রমাণও মেলে। খোদ উপজেলা নির্বাহী কর্মকর্তা (কলেজের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা) সরকার অসীম কুমারের সাথেও বিরোধে জড়িয়ে পড়েন অধ্যক্ষ। রীট পিটিশন দায়ের করেন হাইকোর্টে। শিক্ষকদের হাজিরা খাতা অধ্যক্ষ আটকে রাখেন। কিন্তু আজ অবধি সৃষ্ট জটিলতা বা সমস্যার সমাধান হচ্ছে না। বরং একের পর এক মামলা-মোকদ্দমায় কলেজের শিক্ষার পরিবেশ বিনষ্ট হচ্ছে। সর্বশেষ কলেজের সাধারণ শিক্ষার্থীরা কলেজে নিয়মিত ক্লাস না হওয়া ও অধ্যক্ষ কলেজে না আসার প্রতিবাদে মানববন্ধন কর্মসূচীর আয়োজন করলে অধ্যক্ষ তা ভন্ডুল করে দেন বলে অভিযোগ।
শিক্ষক-কর্মচারীরা অভিযোগ করেন,কলেজের শিক্ষক-কর্মচারীদের পদ সৃজনের ফাইল গত ০৭.০৫.১৯ ইং তারিখে মধ্যে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিকশিক্ষা অধিদপ্তরে শেষ দিন হলেও আজ পর্যন্ত তা পৌঁছানো হয়নি। অধ্যক্ষ কলেজ সরকারিকরণের প্রতিবন্ধকতা সৃষ্টি করেছেন।
শিক্ষকবৃন্দ বলেন,চাটমোহরের সর্ববৃহৎ বিদ্যাপিঠ এই কলেজটি এখন অধ্যক্ষের গভীর ষড়যন্ত্রের শিকার। তার কারণেই কলেজটি জাতীয়করণ প্রক্রিয়া ভেস্তে যেতে বসেছে। কলেজের অধ্যক্ষের কম যোগ্যতা ও অভিজ্ঞতার ঘাটতি থাকায় তিনি সরকারিকরণের বিপক্ষে অবস্থান নিয়েছেন। তাছাড়া অধ্যক্ষ মোঃ মিজানুর রহমান অবৈধভাবে ২২ জন ভুয়া শিক্ষক নিয়োগ দিয়েছেন,যাদের সরকারিকরণের আওতায় আনতে পারবেন না,সরকারিকরণের আওতায় না আনতে পারলে অবৈধভাবে নেওয়া লাখ লাখ টাকা ফেরত দিতে হবে,কলেজ সরকারিকরণ হলে কলেজ মার্কেটের জামানতের ৩৩ লাখ টাকা ফেরত দিতে হবে এবং অধ্যক্ষের অবৈধ উপার্জন বন্ধ হয়ে যাবে। তারা বলেন,এজন্য বৈধ শিক্ষকদের বাদ দেওয়ার অপচেষ্টা করছেন। অধ্যক্ষ উপজেলা ও জেলা প্রশাসনসহ সকলস্তরে অসহযোগিতা করছেন। তিনি হাইকোর্টে রিট করে কলেজকে আদালতের মুখোমুখি দাঁড় করিয়ে দীর্ঘমেয়াদী অনিশ্চয়তার মধ্যে ঠেলে দিয়েছেন।
এ ব্যাপারে অধ্যক্ষ মোঃ মিজানুর রহমান বলেন,কোন শিক্ষককে লাঞ্ছিত করার ঘটনা ঘটেনি। বরং আমার বিরুদ্ধে শিক্ষকদের একাংশ মানহানীকর নানা অপপ্রচার চালিয়ে যাচ্ছেন। তারা ইতোপূর্বে লিফলেট ও পোস্টারিং করা ছাড়াও ক্লাস বর্জন পর্যন্ত করেছেন। তাদের অনেকেরই কাগজপত্র সঠিক নেই।