শনিবার বেলা ১১টায় ঘোড়াঘাট থানা পুলিশের উদ্যোগে কমিউনিটি পুলিশিং ডে পালন উপলক্ষ্যে এক বর্ণাঢ্য র্যালি, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। ঘোড়াঘাট থানা কর্মকর্তা ইনচার্জ আমিরুল ইসলামের সভাপতিত্বে ও এস, আ্ই রাশেদুজ্জামানের সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন ঘোড়াঘাট-হাকিমপুর সার্কেলের সহকারী পুলিশ কমিশনার ্অখিউল ইসলাম। শুরুতেই শুভেচ্ছা বক্তব্য রাখেন এসআই মোজাফ্ফর হোসেন, পৌর আওয়ামী লীগের আহ্বায়ক বেলাল হোসেন মন্ডল, বীর মুক্তিযোদ্ধা আযাহারুল ইসলাম বাবু, ১নং বুলাকীপুর ইউপি চেয়ারম্যান মাহফুজার রহমান লাবলু, ৩নং সিংড়া ্ইউপি চেয়ারম্যান আঃ মান্নান মন্ডল, পৌর আওয়ামী লীগের যুগ্ন-আহ্Ÿায়ক আসাদুজ্জামান ভুটটো, সাবেক যুব লীগের সাধারন সম্পাদক এম,এম,রবিউল ইসলাম রবি, ঘোড়াঘাট পৌর নাগরিক কমিটির সভাপতি আতোয়ার রহমান ও বাসস এর দিনাজপুর জেলা প্রতিনিধি সাংবাদিক রোস্তম আলী। এ ছাড়াও বক্তব্য দেন তোজাম্মেল হক, আসাদুজ্জামান মাষ্টার, জাহাঙ্গীর আলম প্রমুখ। আলোচনা সভার শুরুতেই একটি বর্ণাঢ্য র্যালি পৌরসভার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে। শেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।