“পুলিশের সঙ্গে কাজ করি, মাদক-জঙ্গি-সন্ত্রাসমুক্ত দেশ গড়ি” এ স্লোগানকে সামনে রেখে শেরপুরের শ্রীবরদীতে পুলিশিং ডে উপলক্ষে বর্ণাঢ্য র্যালির আয়োজন করা হয়। শনিবার (২৬ অক্টোবর ) সকালে শ্রীবরদী থানা ও কমিউনিটি পুলিশিং ফোরামের আয়োজনে থানা চত্বর থেকে বর্ণাঢ্য র্যালি বের হয়ে পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। র্যালি শেষে থানা চত্বরে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন কমিউনিটি পুলিশিং ফোরামের সভাপতি মোহাম্মদ আলী লাল।
শ্রীবরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, তদন্ত) বন্দে আলীর সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান এডিএম শহিদুল ইসলাম, শ্রীবরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রুহুল আমিন তালুকদার, পৌর মেয়র আবু সাঈদ, বীর প্রতীক বার জহুরুল হক মুন্সী, যুবলীগ সভাপতি লিয়াকত হোসেন লিটন ও কমিউনিটি পুলিশিং ফোরামের সাধারন সম্পাদক জাহিদুল ইসলাম জুয়েল প্রমূখ।