কমিউনিটি পুলিশিং ডে উপলক্ষে ভাণ্ডারিয়ায় শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ভাণ্ডারিয়া থানা পুলিশের আয়োজনে 'পুলিশের সঙ্গে কাজ করি, মাদক-জঙ্গী- সন্ত্রাস মুক্ত দেশ গড়ি” এই স্লোগানে শনিবার সকালে শহরের শহীদমিনার চত্বর থেকে শোভা যাত্রা বের হয়। পরে উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে থানা কর্মকর্তা ইনচার্জ (ওসি)এস এম মাকসুদুর রহমানের সভাপতিত্বে এ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় বক্তব্য রাখেন সাবেক ইউপি চেয়ারম্যান গোলাম সরওয়ার জোমাদ্দার, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ফাইজুর রশিদ খসরু জোমাদ্দার, ওসি (তদন্ত) ফরিদ হোসেন। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান মশিউর রহমান মৃধা, ধাওয়া ইউপি চেয়ারম্যান সিদ্দিকুর রহমান টুলু, হুমাউন কবির প্রমূখ।