সারাদেশের ন্যায় দুর্গাপুরেও কমিউনিটি পুলিশিং ডে উদ্যাপিত হয়েছে। ২৬ অক্টোবর শনিবার সকাল সারে ১০ ঘটিকায় থানা চত্বরে কমিউনিটি পুলিশিং ডে উদযাপিত হয়। এ উপলক্ষে একটি বর্নাঢ্য শোভাযাত্রা শহরের প্রধান প্রধান সড়কগুলি প্রদক্ষিন করে। পুলিশিং কমিটির সভাপতি ও কর্মকর্তা ইন-চার্জ মোঃ মিজানুর রহমানের সভাপতিত্বে ওসি তদন্ত মীর মাহবুবুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে আলোচনা করেন এএসপি(প্রশিক্ষন) মোঃ সফিউল আজম সরকার,পুলিশিং কমিটি সদস্যসচিব রুহুল আমিন চুন্নু,মেয়র আবদুস ছালাম,সাবেক উজেপচে মোঃ এমদাদুল হক খান,জেলা পরিষদ সসদ্য সফিকুল ইসলাম,যুবলীগ সভাপতি আঃ হান্নান,প্রেসক্লাব সভাপতি নির্মলেন্দু সরকার বাবুল প্রমুখ। আলোচনা শেষে বিশাল আকারের কেক কেটে কর্মকান্ডের সুচনা করা হয়।