পুলিশ জনতা জনতাই পুলিশ এই স্লোগানকে সামনে রেখে কয়রা থানা পুলিশ প্রাশাসনের উদ্যোগে কমিউনিটি পুলিশিং ডে পালন উপলক্ষে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। শনিবার সকাল ১০ টায় এ উপলক্ষে কয়রা থানা চত্বর থেকে এক র্যালী কয়রা বাজার প্রদিক্ষন শেষে থানা চত্বরে আলোচনা সভায় সভাপতিত্ব করেন কয়রা থানার কর্মকর্তা ইনচার্জ মোঃ রবিউল হোসেন। এতে আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান আলহজ¦ এস এম শফিকুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান জিএম মোহসিন রেজা, ভাইস চেয়ারম্যান এ্যাড. কোমলেশ চন্দ্র সানা, কয়রা থাানা কর্মকর্তা ইনচার্জ (তদন্ত) এস এম শাহাদাৎ হোসেন, ইউপি চেয়ারম্যান আলহাজ¦ সরদার নুরুল ইসলাম, মোহাঃ হুমায়ুন কবির, আমাদী কমিউনিটি পুলিশিং কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা আঃ রহমান সানা, এসআই আছাদুজ্জামান, নাজমুস সাকিব, আবু সায়েম, আঃ মজিদ, হড্ডা পুলিশ ফাঁড়ির ক্যাম্প ইনচার্জ আমিনুল ইসলাম, কাটকাটা পুলিশ ফাঁড়ির ক্যাম্প ইনচার্জ হাফিজুল ইসলাম, মঠবাড়ি পুলিশ ফাঁড়ির ক্যাম্প ইনচার্জ তরিকুল ইসলাম, ইউপি সদস্য আঃ রব খোকন প্রমুখ। অনুষ্ঠানে পুলিশ সদস্য, জনপ্রতিনিধি, সাংবাদিক, কমিউনিটি পুলিশিং কমিটির সদস্য, গ্রাম পুলিশ সহ সুশিল সমাজের লোকজন উপস্থিত ছিলেন।