“পুলিশই জনতা, জনতাই পুলিশ” - “পুলিশের সঙ্গে কাজ করি, মাদক-জঙ্গী-সস্ত্রাসমুক্ত দেশ গড়ি” এ প্রতিপাদ্যকে সামনে রেখে মোল্লাহাটে কমিউনিটি পুলিশিং ডে-২০১৯ ইং পালিত হয়েছে। দিবসটি পালনে মোল্লাহাট থানা পুলিশ ও উপজেলা কমিউনিটি পুলিশিং কমিটির আয়োজনে ২৬ অক্টোবর শনিবার র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
থানা ওসি কাজী গোলাম কবীরের সভাপতিত্বে ও উপজেলা কমিউনিটি পুলিশিং কমিটির সভাপতি শহিদ মেহফুজ রচার সঞ্চালনায় ওই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন-উপজেলা চেয়ারম্যান শাহিনুল আলম ছানা। বিশেষ অতিথি ছিলেন উপজেলা আ.লীগ সভাপতি কালিপদ বিশ্বাস, ভাইস চেয়ারম্যান মোঃ সেলিম রেজা, উপজেলা কমিউনিটি পুলিশিং কমিটির সাধারণ সম্পাদক এস,এম, অলিউজ্জামান, আ.লীগ নেতা আবুল বাশার মোল্লা ও ইউপি চেয়ারম্যান সিকদার উজির আলী।
এ ছাড়া উপস্থিত ছিলেন-অধ্যক্ষ এল,এ, জাকির হোসেন, ওসি (তদন্ত) জগন্নাথ চন্দ্র, উপজেলা আ.লীগ সাংগঠনিক সম্পাদক মোঃ জিকরুল আলম মিয়া, প্রেসক্লাব মোল্লাহাটের সাধারণ সম্পাদক এম এম মফিজুর রহমান, ইউপি চেয়ারম্যান মোঃ বাবলু মোল্লা, আ.লীগ নেতা শেখ শহিদুল ইসলাম, আবদুল মান্নান রুহুল, ফকির নজরুল ইসলাম সুখ, শেখ রফিকুল ইসলাম, মনোজ কুমার পাল, সাংবাদিক মোঃ জেহাদ সিকদার ও মোঃ মনিরুজ্জামান মোল্লা প্রমূখ।