নওগাঁর মান্দার সাবেক সংসদ সদস্য কফিল উদ্দিন সোনার আর নেই (ইন্নালিল্লাহী ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। শুক্রবার দুপুর দেড়টার দিকে বার্ধক্যজনিত কারণে নওগাঁর শহরের আরজি নওগাঁ মহল্লায় নিজ বাসভবনে মারা যান তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৫ বছর।
জাতীয় পার্টির সাবেক এই সাংসদ নওগাঁর মান্দা উপজেলার কশব ইউনিয়নের চকবালু গ্রামের মৃত আবুল কাসেম সোনারের ছেলে। মৃত্যুকালে দুইছেলে, তিনমেয়ে, চারভাই ও দুইবোনসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন তিনি। মৃত্যুর আগ পর্যন্ত তিনি নওগাঁ জেলা জাতীয় পার্টির সহসভাপতির দায়িত্ব পালন করেন।
মরহুমের প্রথম নামাজে জানাজা শনিবার সকাল সাড়ে ৯টায় নওগাঁর শহরের হাট-নওগাঁ ঈদমাঠে অনুষ্ঠিত হয়েছে। তাঁর দ্বিতীয় জানাজা বেলা সাড়ে ১১টায় মান্দা উপজেলার প্রসাদপুর বাজারের কোর্টমসজিদ চত্বরে অনুষ্ঠিত হয়। এরপর বাদ জোহর চকবালু গ্রামে তৃতীয় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে বলে মরহুমের পরিবার সুত্রে জানা গেছে।
সাবেক সংসদ সদস্য কফিল উদ্দিন সোনারের মৃত্যুতে জাতীয় পার্টি মান্দা উপজেলা শাখা, বিভিন্ন পেশাজীবি সংগঠন ও মান্দা প্রেসক্লাবের পক্ষ থেকে মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনাসহ শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করা হয়েছে।