২৬অক্টোবর শনিবার কুড়িগ্রামের রাজারহাট থানা পুলিশের উদ্যোগে কমিউনিটি পুলিশিং ডে উপলক্ষে র্যালী, আলোচনা সভা ও সাংষ্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সকাল ১০টায় রাজারহাট থানা চত্বর থেকে পুলিশ ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীদের একটি র্যালী বের হয়ে রাজারহাট বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে আব্দুল্লাহ্ সোহরাওয়ার্দ্দী অডিটোরিয়ামে এক আলোচনা সভায় থানা কর্মকর্তা ইনচার্জ কৃষ্ণ কুমার সরকারের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন রাজারহাট উপজেলা পরিষদ চেয়ারম্যন জাহিদ সোহরাওয়ার্দ্দী বাপ্পি। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা কউিনিটি পুলিশিং কমিটির সভাপতি আলহাজ¦ আবুনুর মোঃ আক্তারুজ্জামান, সদস্য সচিব ইউপি চেয়ারম্যান রবীন্দ্র নাথ কর্মকার, আবুল কামাল আজাদ, প্রধান শিক্ষক আশরাফুল ইসলাম প্রমূখ। শেষে এক মনোজ্ঞ সাংষ্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।