'পুলিশের সঙ্গে কাজ করি, মাদক জঙ্গী সন্ত্রাসমুক্ত দেশ গড়ি' এই প্রতিপাদ্যকে সামনে রেখে শ্রীমঙ্গলে কমিউনিটি পুলিশিং ডে ২০১৯ পালিত হয়েছে। এ উপলক্ষে শনিবার শ্রীমঙ্গল থানা পুলিশের আয়োজনে বর্ণাঢ্য র্যালি ও সমাবেশ অনু্ষ্িঠত হয়।
আজ সকাল ১১ টায় শ্রীমঙ্গল থানা ক্যাম্পাসে এক সমাবেশ অনুষ্ঠিত হয়। শ্রীমঙ্গল থানার কর্মকর্তা ইনচার্জ মো. আব্দুছ ছালেক এর সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন-- শ্রীমঙ্গল উপজেলা পরিষদ চেয়ারম্যান ও কমিউনিটি পুলিশের সভাপতি রনধীর কুমার দেব, কমিউনিটি পুলিশের উপদেষ্টা ডা. হরিপদ রায়, শ্রীমঙ্গল সার্কেলের সিনিয়র সহকারি পুলিশ সুপার মো. আশরাফুজ্জামান, শ্রীমঙ্গল উপজেলা নির্বাহি কর্মকর্তা নজরুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক শহীদ হোসেন ইকবাল প্রমুখ।
পরে এক বর্ণাঢ্য র্যালি শ্রীমঙ্গল থানা ক্যাম্পাস থেকে বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে আবারো থানা ক্যাম্পাসে এসে শেষ হয়।
র্যালি ও সমাবেশে শ্রীমঙ্গল থানার সকল শ্রেণির পুলিশ সদস্য, মহিলা পুলিশ সদস্যা, ট্রাফিক পুলিশের সদস্য, ট্যুরিস্ট পুলিশের সদস্য, ছাত্র, শিক্ষক, সাংবাদিক, ইউপি চেয়ারম্যান ও মেম্বার, ব্যবসায়ী, জনপ্রতিনিধি, বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ, সুশিল সমাজের প্রতিনিধিসহ বিভিন্ন শ্রেণি-পেশার বিপুলসংখ্যক মানুষ অংশ নেয়।