রংপুরের পীরগঞ্জ উপজেলার ভেন্ডাবাড়ি পুলিশ ফাঁড়ির আই.সি আমিনুল ইসলামের সোর্স জিয়াউর রহমান ওরফে জিয়াকে অবশেষে গ্রেফতার করেছে পুলিশ। সে রংপুর জেলা সদর উপজেলার পাগলাপীরের মহাদেবপুরের তফিল উদ্দিনের ছেলে। সোর্স জিয়ার বিরুদ্ধে ভেন্ডাবাড়ির জোনাব আলীর ছেলে মিলন মিয়া বৃহস্পতিবার রাতে চাঁদাবাজি, ভয়ভীতি ও পুলিশ পরিচয়ের অভিযোগে মামলা করেন। রংপুরের পুলিশ সুপার বিপ্লব কুমার সরকার মুঠোফোনে জানান,সোর্স জিয়ার বিরুদ্ধে বিভিন্ন মাধ্যমে অভিযোগের পর বিষয়টি জেলা পুলিশের নজরে আসে। জিয়াকে গ্রেফতারে নানা কৌশল করা হয়। টের পেয়ে জিয়া নিজেই বৃহস্পতিবার সকাল ১১ টায় ডিবি পুলিশ অফিসে এসে আত্মসমর্পণ করে। দিনভর জিয়াকে নিয়ে অভিযানের পর ভেন্ডাবাড়ির মিলন মিয়া নামে এক ব্যক্তি চাঁদাবাজি, ভয়ভীতি ও পুলিশ পরিচয়ের অভিযোগে জিয়ার বিরুদ্ধে মামলা দায়ের করলে বৃহস্পতিবার রাতে জিয়াকে গ্রেফতার দেখানো হয়। উল্লেখ্য, গত ১৫ অক্টোবর পাশর্^বর্তী মিঠাপুকুর উপজেলার দুর্গাপুর ইউনিয়নের শান্তিপুর গ্রামের মৃত মফিজ উদ্দিনের ছেলে ছাগল ব্যবসায়ী শামছুল হক (৫৫) কে পীরগঞ্জের বড়দরগাহ বাসষ্ট্যান্ড থেকে চোলাই মদ সেবনের অভিযোগে আটক করে ভেন্ডাবাড়ি ফাঁড়ি পুলিশ। পরদিন সকাল ৯ টায় পরপরই হাজত খানায় ফাঁসিতে শামছুলের মৃত্যুর খবর জানানো হয় স্বজনদের। ঘটনাটি ছড়িয়ে পড়লে ওই আইসি’র নির্যাতনের শিকার এলাকার শত শত মানুষ ক্ষোভে ফেটে পড়েন। ইনচার্জ (আইসি) আমিনুল ইসলামের বিচারের দাবিতে শত শত ভুক্তভোগী শ্লোগান দিয়ে রাস্তা অবরোধ, ফাঁড়ি ঘেরাও এবং পুলিশের উপর ইট-পাটকেল নিক্ষেপ করে। এ সময় জনতা-পুলিশ সংঘর্ষ বাধেঁ। পরিস্থিতি নিয়ন্ত্রনে নিতে পুলিশও প্রায় ৩৫ রাউন্ড রাবার বুলেট ছোঁড়ে। এতে পুলিশ সার্কেল, ইউপি চেয়ারম্যানসহ ১২ পুলিশ সদস্য, ২৫ জন গুলিবিদ্ধসহ অর্ধশতাধিক জনতা-পুলিশ আহত হয়। বিকেলেই অকুস্থলে পরিদর্শনে আসেন জেলা পুলিশ সুপার বিপ্লব কুমার সরকার। পরে আইসি আমিনুল ইসলাম, এসআই তাজউদ্দিন, পিএসআই মাহি আলম, এএসআই হরিকান্ত, কনস্টোবল আরিফুল ও ভুপেনসহ ৬ জনকে ক্লোজ করে ৩ সদস্যর তদন্ত কমিটি গঠন করা হয়।
আইসি আমিনুলকে ক্লোজ করার পর থেকে আইসি আমিনুল ইসলাম এবং তার এক সোর্সের অত্যাচার ও নির্যাতনে অতিষ্ঠ শত শত মানুষ সাংবাদিকদের নানা তথ্যপ্রদান করে। ওইসব তথ্যে বেরিয়ে আসে হাজতখানাকে টর্চার সেল হিসেবে ব্যবহার করতো এস আই আমিনুল।
পুলিশ সুপার বিপ্লব কুমার সরকার আরও জানান, ভেন্ডাবাড়ী ফাঁড়ির ঘটনায় ৩ সদস্যের কমিটির তদন্ত প্রতিবেদন খুব শীঘ্রই প্রকাশ করা হবে। তদন্তে পুলিশ জড়িত থাকলে কঠোর শাস্তির ব্যবস্থা নেয়া হবে। তিনি আরও জানান বিন্দুমাত্র জন হয়রানির খবর পেলে সেই পুলিশ সদস্যর বিরদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে।