কুষ্টিয়ার ভেড়ামারায় টার্গেট কোচিং সেন্টারের আয়োজনে ভেড়ামারা উপজেলা অডিটোরিয়ামে শুক্রবার সকালে জে.এস.সি পরীক্ষার্থীদের বিদায়, সুন্দর হাতের লেখা, কুইজ ও অঙ্কন প্রতিযোগিতার পুরস্কার বিতরণী ও টার্গেট কোচিং সেন্টারের সাত বছর পূর্তি উপলক্ষে পূর্নমিলনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। টার্গেট কোচিং সেন্টারের প্রতিষ্ঠাতা মোঃ রুবেল ইসলামের সভাপতিত্বে ওই অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ভেড়ামারা প্রেসক্লাবের যুগ্ন আহ্বায়ক ও দৈনিক খোলা কাগজ’র প্রতিনিধি এস.এম.আবু ওবাইদা-আল-মাহাদী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ধরমপুর ইউনিয়ন পরিষদের সচিব শাহজাহান সিরাজ, রংতুলি আর্ট স্কুলের পরিচালক মোঃ জাহিদ হাসান কুদ্দুস, ছাত্রবন্ধু লাইব্রেরীর প্রোঃ মোঃ এরশাদ আলী, মোঃ আবদুল গনি, মোঃ মাসুম, রনি ইসলাম, মোঃ রাজিব, মোঃ এরশাদ, মোছাঃ লিমা, মোছাঃ মৌসুমী ও মোছাঃ শোভা। হাতের লেখা প্রতিযোগিতায় ফাহমিদা ফাইজা ১ম, আফিয়া জামান অর্থি ২য়, অর্ক বিশ্বাস ৩য়, ছোঁয়া ৪র্থ স্থান লাভ করে। বড়দের অঙ্কন প্রতিযোগিতায় অহনা তাবাচ্ছুম ১ম, খাদিজাতুল কোবরা বুশরা ২য়, ফাহমিদা ফাইজা ৩য় এবং ছোটদের অঙ্কন প্রতিযোগিতায় ফারহান আলমা ইয়াতি ১ম, ইলিন ২য় ও বুরহান ৩য় স্থান লাভ করে। অনুষ্ঠান শেষে প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন প্রধান অতিথি।