শেরপুরের শ্রীবরদীতে পূর্ব শত্রুতার জের ধরে প্রতিপক্ষের দা’য়ের আঘাতে ইস্রাফিল (৬০) নামে এক কৃষক নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২৪ অক্টোবর) উপজেলার রাণীশিমুল ইউনিয়নের মালাকুচা গ্রামে এই ঘটনা ঘটে। ইস্রাফিল মালাকুচা গ্রামের মৃত জামাল উদ্দিনের ছেলে।
মামলা সূত্রে জানা যায়, ইস্রাফিলের পরিবারে সঙ্গে অমিজলের দীর্ঘদিন যাবত পারিবারিক কলহ চলে আসছিল। এরই জের ধরে প্রায় গত ১ মাস আগে অমিজল তার লোকজন নিয়ে ইস্রাফিলের বাড়ি থেকে জোর পূর্বক দুটি গরু নিয়ে যায়। এনিয়ে ইস্রাফিলের ছেলে লাল চান বাদী হয়ে শ্রীবরদী থানা একটি অভিযোগ দায়ের করে। এতে ক্ষিপ্ত হয়ে অমিজল লোকজন নিয়ে বৃহস্পতিবার ভোরে ইস্রাফিলকে বাড়ি থেকে ধরে নিয়ে একই গ্রামের আইমছ আলী ওরফে বগা’র ধান ক্ষেতের পূর্ব পার্শ্বে ধারালো দা দিয়ে গলায় কোপ দেয়। এতে ইস্রাফিলের গলার অনেকাংশে কেটে যায়। পরে ইস্রাফিলকে পরিবারের লোকজন গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে শেরপুর জেলা হাসপাতালে নিয়ে গেলে অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। পরে বৃহস্পতিবার রাত ৮ টার দিকে চিকিৎসাধীন অবস্থায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ইস্রাফিল মারা যান। এই ঘটনায় নিহতের স্ত্রী আমেনা খাতুন বাদী ওই গ্রামের উসমান গণি ওরফে বাদশা’র ছেলে অমিজলকে (৩৫) প্রধান আসামি করে ৯ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন।
শ্রীবরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রুহুল আমিন তালুকদার বলেন, মামলার অভিযুক্ত প্রধান আসামি অমিজলকে গ্রেফতার করে শুক্রবার (২৫ অক্টোবর) দুপুরে শেরপুর কোর্টে পাঠানো হয়েছে। বাকীদের গ্রেফতারে অভিযান চলছে। ঘটনাস্থল থেকে একটি রক্তমাখা দা উদ্ধার করা হয়েছে।