র্যাব-৮ এর সদস্যরা অভিযান চালিয়ে দুইটি আগ্নেয়াস্ত্র, ছয় রাউন্ড গুলি, ছয়টি গুলির খোসা ও বিপুল পরিমান মাদকদ্রব্যসহ ১১ মামলার পলাতক আসামি মাদক ব্যবসায়ী বেলায়েত মাতুব্বরকে গ্রেফতার করেছে। সে (বেলায়েত) জেলার গৌরনদী উপজেলার খাঞ্জাপুর ইউনিয়নের বয়সা গ্রামের জালাল মাতুব্বরের পুত্র।
শুক্রবার সকালে গৌরনদী মডেল থানার ওসি (তদন্ত) মাহাবুবুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৮ এর সদস্যরা বৃহস্পতিবার রাতে বেলায়েতের নিজ বাড়িতে অভিযান চালিয়ে একটি বিদেশী পিস্তল, একটি ওয়ান শুটার গান, ছয় রাউন্ড গুলি, ছয়টি গুলির খোসা, একটি ধারালো দেশীয় অস্ত্র ও ১৫০ বোতল ফেনসিডিলসহ মাদক ব্যবসায়ী বেলায়েত মাতুব্বরকে গ্রেফতার করেন। তার (বেলায়েত) বিরুদ্ধে গৌরনদী থানা ও মাদারীপুর জেলার বিভিন্ন থানায় ১১টি মামলা রয়েছে। গ্রেফতারকৃত বেলায়েতকে রাতেই গৌরনদী মডেল থানায় হস্তান্তর করা হয়। এ ঘটনায় র্যাব-৮ এর সিপিএসসি’র ডিএডি একেএম আবু হোসেন শাহরিয়ার বাদি হয়ে গৌরনদী থানায় অস্ত্র ও মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে দুইটি মামলা দায়ের করেছেন।