শাশ্বাত বাংলা মুক্তিযুদ্ধ জাদুঘর, রংপুর প্রাঙ্গনে কমিউনিটি পুলিশিং ডে-২০১৯ উদযাপন উপলক্ষে সকাল ১০টায় রংপুর মেট্রোপলিটন পুলিশ ও রংপুর মেট্রোপলিটন কমিউনিটি পুলিশিং কমিটি কর্তৃক আয়োজিত চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীগণ অংশগ্রহণ করে।
প্রতিযোগিতা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রংপুর মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (অপরাধ) মোঃ শহিদুল্লাহ কাওছার পিপিএম-সেবা, সহকারী পুলিশ কমিশনার (পরশুরাম জোন) শেখ মোঃ জিন্নাহ আল মামুন, সহকারী পুলিশ কমিশনার (ট্রাফিক-উত্তর) মোঃ ফরহাদ ইমরুল কায়েস, আরআই, পুলিশ লাইন্স মোঃ হাবিবুর রহমান এবং রংপুর মেট্রোপলিটন কমিউনিটি পুলিশিং কমিটির সদস্য মোঃ গোলাম জাকারিয়া সহ কমিউনিটি পুলিশিং কমিটির অন্যান্য সদস্যগণ উপস্থিত ছিলেন।