নোয়াখালী সেনবাগ উপজেলার কাবিলপুর ইউনিয়নের ৬ নং ওয়ার্ড শায়েস্তানগর গ্রামে এক মাদক বিরোধী শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার বিকেলে শায়েস্তানগর সামাজিক সৃজনশীল সংস্থার উদ্যোগে শায়েস্তানগর খলিফা মাকের্টের সামনে থেকে ওই মাদক বিরোধী শোভাযাত্রাটি বের হয়ে গ্রামের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে শায়েস্তানগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে গিয়ে শেষ হয়ে। এ সময় বক্তব্য রাখেন সংস্থার সভাপতি মোহাম্মদ ইসমাইল হোসেন, সেক্রেটারী দ্বীন ইসলাম রনি, উপদেষ্টা মোঃ জহিরুল ইসলাম ও সহসভাপতি আবদুল মন্নান, সবুজ,জাহেদ,মাইননউদ্দি প্রমুখ। এ সময় বক্তারা মাদক ব্যবসায়ী,মাদক সেবী এবং জুয়া সহ অন্যান্য অপরাধের সঙ্গে জড়িতদের এসব অন্যা ও অসামাজি কাজ থেকে বিরত থাকার আহবান জানান। অন্যথায় পুলিশ প্রশাসনের সহযোগিতার তাদেরকে প্রতিহত করার ঘোষনা দেন।