পিরোজপুর ইন্দুরকানী পল্লী উন্নয়ন বোর্ডে আওতায় উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতি লিঃ ব্যবস্থাপনা পরিষদের নির্বাচনে সমিতি ভিত্তিক ভোটার তালিকা চুড়ান্ত না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেন প্রার্থীরা। জানা যায়, ২৯ অক্টোবর সমবায় সমিতির লিঃ ব্যবস্থাপনা পরিষদের নির্বাচন ঘোষনা হলেও এখন পর্যন্ত কোন চুড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করতে পারিনি কর্তৃপক্ষ। এ নির্বাচনে ২জন সভাপতি প্রার্থী হিসেবে প্রতিযোগীতা করতেছে। চলছে বিভিন্ন জায়গায় নির্বাচনী ক্যাম্পন। অফিস সূত্রে জানা যায়, নির্বাচন পরিচালনার জন্য জেলা সমবায় উপ-নিবন্ধক শেখ মোঃ হারুন অর রশিদ কে আহ্বায়ক করে তিন সদস্য বিশিষ্ট কমিটি গঠন করে। নির্বাচন পরিচালনার কমিটির আহ্বায়ক জানান, প্রতিটি সমিতিরাই ভোটার, কিন্তু সমিতির রেজিলেশনের মাধ্যমে প্রতিনিধি ভোটার করা হয়। ভোটার প্রেরন করলে সেই অনুসারে ভোটার গ্রহণ করা হবে।
প্রার্থীরা জানান, কিছু সমিতির নিয়মিত না থাকায়,সমিতির গুলো কার্যক্রম সচল করার জন্য উপজেলা সমবায় অফিসারের বরাবরে ১৯টি এডহক কমিটির প্রস্তাব পাঠানো হয়। কিন্তু ইন্দুরকানী সমবায় কর্মকর্তা না থাকার কারণে অতিরিক্ত দায়িত্ব প্রাপ্ত কর্মকর্তা হুমায়ুন আহমেদ এডহক কমিটির অনুমোদনের জন্য প্রতিটির সমিতির হতে ২ থেকে ৩ হাজার টাকা দাবী করেন। টাকা না দিলে এডহক কমিটি অনুমোদন দিবে না। নির্বাচনের বাকী আছে ২দিন এখনও চুড়ান্ত ভোটার তালিকা হাতে পাই নি।