মোল্লাহাটে গভীররাতে গোয়ালঘরের তালা এবং গলার শেকল কেটে প্রায় আড়াই লক্ষ টাকা মূল্যের তিন’টি গরু চুরি হযেছে। উপজেলার কাহালপুর মধ্যপাড়া এলাকায় মহাসড়কের পাশে কানাই লাল (কেনাই) রায়ের বাড়িতে গত মঙ্গলবার দুর্ধর্ষ এ চুরির ঘটনা গটে। এ ঘটনায় বুধবার মোল্লাহাট থানায় অভিযোগ করা হয়েছে। গরু তিনটি হলো, লাল-সাদা ছাপার গাভী একটি, তিন বছরের লাল বকনা একটি ও ছয়মাসের লাল রং মাথায় সাদা ছাপা (চিতে) বকনা বাছুর একটি।
এ বিষয়ে থানা ওসি (তদন্ত) জগন্নাথ চন্দ্র বলেন-অভিযোগ পাওয়ার পর থেকে গরু তিনটি খুঁজে চলেছেন তারা।