জামালপুরের ইসলামপুর উপজেলায় বাচুচ মিয়া নামে এক যুবককে গলা কেটে হত্যা
করেছে দুর্বৃৃত্তরা। গত ২৪ অক্টোবর বৃহস্পতিবার গভীর রাতে উপজেলার চরপুটিমারী ইউনিয়নের আকন্দ পাড়া গ্রামের ঘটনাটি ঘটে। নিহত বাচ্চু মিয়া ওই গ্রামের সোনাহার মিয়ার ছেলে। ২৫ অক্টোবর শুক্রবার দুপুরে নিহতের লাশ উদ্ধার করেছে ইসলামপুর থানা পুলিশ। পুলিশ ও নিহতের পরিবার সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার রাতে খাবার খেয়ে তার জেঠাতো ভাই জিয়ার ঘরে একাই ঘুমাতে যান। ঘুমের একপর্যায়ে কে বা কাহারা তাকে গলা কেটে হত্যা করে। ইসলামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা
এ ব্যপারে ইসলামপুর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, লাশটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠানোর প্রস্তুস্তি চলছে। কে বা কাহারা এ ঘটনা ঘটিয়েছে তা’ ক্ষতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছেন।