জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলায় সিঁধকেটে ঘরে ঢুকে সপ্তম শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণের চেষ্টায় ব্যর্থ হয়ে ধারালো অস্ত্র দিয়ে ক্ষতবিক্ষত করেছে মো. ঝরমনি (২১) নামের এক দুর্বৃত্ত। মেয়ের চিৎকার শুনে মা গিয়ে দুর্বৃত্তকে ধরে গ্রামবাসীর সহায়তায় পুলিশে দিয়েছে। গুরুতর আহত স্কুল ছাত্রীকে দেওয়ানগঞ্জ উপজেলা হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করা হয়েছে। গত ২৩ অক্টোবর গভীর রাতে দেওয়ানগঞ্জ উপজেলার পাররামরামপুর ইউনিয়নের মন্ডলপাড়া গ্রামে ঘটনাটি ঘটে। দুর্বৃত্ত ঝরমনি ওই গ্রামের কৃষক সোনা মিয়ার ছেলে। এ ঘটনায় ছাত্রীর চাচা বাদী হয়ে গত ২৪ অক্টোবর বৃৃহস্পতিবার দেওয়ানগঞ্জ মডেল থানায় মামলা দায়েরের পর আটক দুর্বৃত্ত ঝরমনিকে পুলিশ আদালতের মাধ্যমে জামালপুর জেলহাজতে প্রেরণ করেছেন।
নির্যাতনের শিকার স্কুল ছাত্রীর পরিবার ও পুলিশ সূত্রে জানা গেছে, দেওয়ানগঞ্জ উপজেলার পাররামরামপুর ইউনিয়নের মন্ডলপাড়া গ্রামের দরিদ্র পরিবারের সন্তান গত ২৩ অক্টোবর রাতের খাবার খেয়ে নিজ কক্ষে ঘুমিয়ে পড়ে। রাত দেড়টার দিকে একই গ্রামের কৃষক সোনা মিয়ার ছেলে দুর্বৃত্ত ঝরমনি সিঁধ কেটে ঘরে ঢুকে তাকে ধর্ষণের চেষ্টা চালায়। এ সময় স্কুল ছাত্রী চিৎকার দিলে ঝরমনি তাকে চাকু দিয়ে শরীরের বিভিন্ন স্থানে আঘাত করতে থাকে। এ সময় ছাত্রীর চিৎকারে তার মা পাশের কক্ষ থেকে ছুটে গিয়ে ঝরমনিকে জাপটে ধরে তিনিও চিৎকার করতে থাকেন। পরে প্রতিবেশীরা দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়ে ঝরমনিকে বেঁধে রেখে স্থানীয় তারাটিয়া তদন্ত কেন্দ্রের পুলিশকে খবর দেন। পুলিশ রাতেই বাড়ি থেকে দুর্বৃত্ত ঝরমনিকে নিয়ে যায়।
এ ব্যাপারে দেওয়ানগঞ্জ মডেল থানার কর্মকর্তা ইনচার্জ (ওসি) এম এম ময়নুল ইসলাম বলেন, ‘ছাত্রীকে ধর্ষণের চেষ্টা ও ধারালো চাকু দিয়ে আঘাত করার অভিযোগে দায়ের করা মামলায় গ্রেপ্তার করে আসামি ঝরমনিকে জামালপুর জেলহাজতে পাঠানো হয়েছে বলে জানান।