আশাশুনিতে সার্বিক আইনশৃঙ্খলা রক্ষার্থে ধর্মীয় নেতা ও মুক্তিযোদ্ধাদের দিয়ে আইন শৃংখল বিষয়ক বিশেষ সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
উপজেলার বিভিন্ন মসজিদের ইমাম, ইসলামিক ফাউন্ডেশনের অধীন বিভিন্ন মক্তবে দায়িত্বরত কর্মীবৃন্দ, বীর মুক্তিযোদ্ধাবৃন্দ ও সরকারি কর্মকর্তাদের উপস্থিতিতে বিশেষ সভায় সভাপতিত্ব করেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মীর আলিফ রেজা। বিশেষ অতিথি ছিলেন, সহকারী কমিশনার (ভূমি) পাপিয়া আক্তার, পুলিশ পরিদর্শক (ওসি) মোঃ আবদুস সালাম, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আঃ হান্নান, মৎস্য কর্মকর্তা সেলিম সুলতান, প্রাণি সম্পদ কর্মকর্তা ডাঃ মিজানুর রহমান। সভায় সামাজিক যোগাযোগ মাধ্যমে উস্কানিমূলক পোষ্ট না করা, ধর্মীয় অনুভূতিতে আঘাত আনতে পারে এমন বক্তব্য, স্টাটাস না দেওয়া, জঙ্গীবাদ ও আইনশৃঙ্খলা নষ্ট না হয় সে ব্যাপারে সচেতন থাকাসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়।