সদর উপজেলার ভালুকা চাঁদপুর গ্রামে গোয়াল ঘর থেকে গভীর রাতে দু’টি গরু চুরির ঘটনা নিয়ে থানায় অভিযোগ করা হয়েছে। গরু দু’টির আনুমানিক মূল্য দেড় লক্ষ টাকা।
ভালুকা চাঁদপুর গ্রামের খোন্দকার মোসাদ্দেকুজ্জামানের স্ত্রী বাড়িতে গরু লালন পালন করে থাকেন। তার ৩টি গরু ছিল। ২০ অক্টোবর সন্ধ্যায় তারা গরু গুলো গোয়ালে রেখে তালাবন্দ করে রাখেন। রাতের কোন একসময় চোরেরা গোয়ালের তালা ভেঙ্গে একটি লাল রঙের আদাঁদ এঁড়ে ও একটি কালো রঙের গাভী গরু চুরি করে নিয়ে যায়। অন্যটি দৌড়ে চলে যায়। ভোরে বাড়ির লোকজন দেখেন গোয়ালের তালা ভাঙ্গা। তখন গরু চুরির বিষয়টি জানাজানি হয়। পালিয়ে যাওয়া গরুটি পরে খুজে পাওয়া গেছে। এ ব্যাপারে আবুল বশর মোঃ মোসাদ্দেকুজ্জামান বাদী হয়ে সদর লিখিত অভিযোগ করেছেন।