আশাশুনি উপজেলার কুল্যায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তর আশাশুনির উদ্যোগে গীষ্মকালীন টমেটো প্রদর্শনীর মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকালে কুল্যা চাতালে এ দিবসের আয়োজন করা হয়।
ব্লুগোল্ড কর্মসূচির আওতায় রবি/২০১৮-২০১৯ অর্থ বছরে গ্রীষ্মকালীন টমেটো প্রদর্শনীর মাঠ দিবস অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মীর আলিফ রেজা। উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ রাজিবুল হাসানের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন, এসএপিপিও আবদুল গনি, উপ সহকারী কৃষি কর্মকর্তা রফিকুল ইসলাম। উপ সহকারী কৃষি কর্মকর্তা সুকদেব কুমার সাধুর সঞ্চালনায় সভায় টমোটো চাষী কৃষক আক্কাছ আলি, নছিম উদ্দিন ঢালী, নূর ইসলাম ঢালী, আফিল উদ্দিন ঢালী, আঃ মমিন, সাকারদ্দিন সরদার উপস্থিত ছিলেন ও আলোচনা রাখেন। কুল্যা ব্লকে ৬ জন কৃষক বারী হাই ব্রিড- ৪ জাতের টমেটো চাষ করেছেন। তারা চাষকাজের অভিজ্ঞতা বর্ণনা করে টমেটো চাষের ফলাফল উপস্থাপন করেন। কৃষি অফিসের সার্বিক সহযোগিতায় কৃষকরা ব্যাপক সফলতা অর্জন করেছেন বলে জানান।