কালিগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে আইন শৃঙ্খলার বিশেষ সভা বৃহস্পতিবার বেলা ১১টায় উপজেলা নির্বাহী কর্মকর্তার সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে। সাতক্ষীরা নির্বাহী ম্যাজিস্ট্রেট আজাহার আলীর সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন থানা কর্মকর্তা ইনচার্জ মোঃ দেলোয়ার হুসেন, উপজেলা ইমাম সমিতির সভাপতি আবদুল গফুর, উপজেলা ইসলামি ফাউন্ডেশনের কর্মকর্তা ওলিউল্লাহ প্রমুখ। বরিশালের ভোলা জেলার মতো গুজব ও অপপ্রচার ছড়িয়ে যাতে কেউ কোন প্রকার সহিংসতা ও বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে সে ব্যাপারে নিজ নিজ জায়গা থেকে সকলকে সজাগ থাকার আহ্বান জানানো হয়।