গত ১২ অক্টোবর ২০১৯ রাজধানীর কেন্দ্রীয় লাইব্রেরির মিনি অডিটোরিয়ামে ‘ক্যানভাস অব বাংলাদেশ’ এর আয়োজনে বিশ্ব বরেণ্য চিত্রশিল্পী এস এম সুলতান’র ২৫তম প্রয়াণ দিবস উদযাপন উপলক্ষে আলোচনা ও এস এম সুলতান সম্মাননা প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ঢাকা বিশ্বাবিদ্যালয়ের চারুকলা অনুষদের অধ্যাপক ড. ফরিদা জামান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, যথাক্রমে শিল্পলেখক অধ্যাপক মঈনুদ্দিন খালেদ ও প্রিন্ট মিডিয়া ব্যক্তিত্ব সাজ্জাদ কাদির। সভাপতিত্বত্ব করেন, ‘ক্যানভাস অব বাংলাদেশ’র সভাপতি কবি ও লেখক প্রাকৃতজ শামীমরুমি টিটন। শুভেচ্ছা বক্তব্য রাখেন ‘ক্যানভাস অব বাংলাদেশ’র সাধারণ সম্পাদক চিত্রশিল্পী শহীদুল ইসলাম। ক্যানভাস অব বাংলাদেশ’র পক্ষ থেকে দেশের অন্যতম ১০ জন বিশিষ্ট গুণীশিল্পীকে এস এম সুলতান সম্মাননা প্রদান করা হয়। ১০ জনের মধ্যে রাবির শিক্ষক প্রফেসর ড. হীরা সোবাহান ছাপচিত্রকলায় বিশেষ অবদানস্বরূপ এস এম সুলতান সম্মাননা গ্রহণ করেন।
শিল্পীর সংক্ষিপ্ত জীবনপঞ্জি : শিল্পী প্রফেসর ড. হীরা সোবাহান (পুরোনাম-মো.আবদুস সোবাহান হীরা) বাংলাদেশের ময়মনসিংহ জেলার মুক্তাগাছায় নন্দীবাড়ি গ্রামে ১৯৭০ সালের ২৪ মে জন্মগ্রহণ করেন। প্রিন্টমেকার, পেইন্টার, ডিজাইনার, গবেষক ও লেখক হিসাবে তিনি পরিচিত। ১৯৯৩ সালে চারুকলা অনুষদ, ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে প্রিন্টমেকিং-এ দ্বিতীয় শ্রেণিতে প্রথম স্থানে বিএফএ ডিগ্রি এবং প্রথম শ্রেণিতে প্রথম স্থানে এমএফএ ডিগ্রি অর্জন করেন ১৯৯৫ সালে। রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে ‘বাংলাদেশের ছাপচিত্রকলা এবং তিনজন শিল্পী : সফিউদ্দীন আহমেদ, মোহাম্মদ কিবরিয়া ও মনিরুল ইসলাম (১৯৪৮-২০০৮)’ শীর্ষক অভিসন্দর্ভ রচনা করে বাংলাদেশে প্রিন্টমেকিং বা ছাপচিত্রে সর্বপ্রথম পিএইচডি অ্যাওয়ার্ড লাভ করেন ২০১১ সালে। তিনি মুর্ত, অর্ধবিমূর্ত ও বিমূর্ত আধুনিক শিল্পরীতিতে শিল্পনির্মাণে বেশি স্বাচ্ছন্দ্যবোধ করেন।
উডকাট, এচিং, অ্যাকোয়াটিন্ট, সফটগ্রাউন্ড, ড্রাইপয়েন্ট, স্টোনলিথোগ্রাফি, মনোটাইপ, মেজোটিন্ট, কলোগ্রাফ, জলরং, অ্যাক্রেলিক, তৈলরং ও মিশ্রমাধ্যমে এদেশের প্রকৃতি, চলমান জীবনযাত্রা, দুর্যোগ, সমাজের নানা অসঙ্গতি, সমাজের অবক্ষয়, ক্ষয়িষ্ণু দেয়ালচিত্র, সময়ের বেড়াজালে আবদ্ধ মানবকুল. সুখ-দুঃখ ইত্যাদি বিষয়াদি বিনিসুঁতোয় শিল্প নির্মাণে অনিষ্ট এক পরিশ্রমী শিল্পী। তিনি ২০১৯ সালে ঢাকায় আলিয়ঁস ফ্রসেজঁ-এ লা গ্যালারিতে ‘জীবন ও সময়ের আখ্যান’ শীর্ষক তৃতীয় একক মিনিয়েচার চিত্র প্রদর্শনী করেন। ২০০৩ সালে বংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় চিত্রশালায় ‘জীবন ও সময়ের চিত্রকল্প’ শীর্ষক প্রথম একক ছাপচিত্রকলা প্রদর্শনী এবং একই সালে একই স্থানে দ্বিতীয় একক চিত্রকলা প্রদর্শনী করেন। প্রায় ৮৯টি জাতীয়, আন্তর্জাতিক ও অন্যান্য দলীয় চিত্রকর্ম প্রদর্শনীতে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ করেন (১৯৮৯-২০১৯)।
তিনি ২০০৩ সালে কথা ললিতকলা একাডেমি থেকে সম্মান পুরস্কার, ২০০২ সালে চারুকলা অনুষদ, ঢাকা বিশ্ববিদ্যালয়, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৬৬তম জন্মবার্ষিকী উদ্যাপন উপলক্ষে শিল্পকর্ম প্রদর্শনীতে বীরশ্রেষ্ঠ মতিউর রহমান পদক লাভ; ২০০০ সালে চারুকলা অনুষদ, ঢাকা বিশ্ববিদ্যালয়, প্রিন্টমেকিং বিভাগে শ্রেষ্ঠ নিরীক্ষামূলক পুরস্কার; ১৯৯৯ সালে চারুকলা অনুষদ, ঢাকা বিশ্ববিদ্যালয় ও বাংলাদেশ জাতীয় জাদুঘর আয়োজিত জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ২৪তম শাহাদত বার্ষিকী উদ্যাপন উপলক্ষে সকল মাধ্যমে শ্রেষ্ঠ ‘বঙ্গবন্ধু স্বর্ণপদক’ অর্জন; ১৯৯৮ সালে বাংলাদেশ শিল্পকলা একাডেমি আয়োজিত ১২তম জাতীয় নবীনশিল্পী চারুকলা প্রদর্শনীতে সম্মানসূচক পুরস্কার; ১৯৯৮ সালে সমাকালীন শিল্পাঙ্গন গ্যালারি আয়োজিত তৃতীয় তরুণশিল্পী শিল্পকর্ম প্রদর্শনীতে সম্মানসূচক পুরস্কার; ১৯৯৭ সালে বাংলাদেশ অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল আয়োজিত ‘মানবতার জন্য শিল্প’৯৬ শীর্ষক শিল্পকর্ম প্রদর্শনীতে সম্মানসূচক পুরস্কার; ১৯৯৭ সালে চারুকলা অনুষদ, ঢাকা বিশ্ববিদ্যালয়, প্রিন্টমেকিং বিভাগে শ্রেষ্ঠ নিরীক্ষামূলক পুরস্কার; ১৯৯৫ সালে বাংলাদেশ শিল্পকলা একাডেমি আয়োজিত জাতিসংঘের ৫০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে তরুণশিল্পী চিত্রকলা প্রতিযোগিতা ও প্রদর্শনীতে সম্মানসূচক পুরস্কার, অর্জন করেন। এছাড়াও বাংলাদেশ শিশু একাডেমি আয়োজিত বিভিন্ন প্রতিযোগিতায় একাধিকবার পুরস্কার লাভ করেন (১৯৮২-১৯৮৮)।
বাংলাদেশ জাতীয় জাদুঘরসহ দেশ-বিদেশে প্রাতিষ্ঠানিক ও ব্যক্তিগত পর্যায়ে তাঁর চিত্রকর্ম সংগৃহীত রয়েছে। স্বীকৃত জার্নালে তাঁর চারুকলা বিষয়ক গবেষণামূলক ৬টি প্রবন্ধ প্রকাশিত হয়েছে। ২০১৭ সালের ফেব্রুয়ারিতে ‘ছাপচিত্রকলা’ ও ‘ছাপাই ছবির করণকৌশল’ বিষয়ক দুটি অ্যাকাডেমিক গ্রন্থ ‘প্রথম প্রকাশন’, ঢাকা কর্তৃক প্রকাশিত হয়েছে। বর্তমানে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদে ‘চিত্রকলা, প্রাচ্যকলা ও ছাপচিত্র’ বিভাগে ‘প্রিন্টমেকিং ডিসিপ্লিন’-এ প্রফেসর পদে অধ্যাপনারত। তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে প্রভাষক পদে যোগদান করেন ২০০৬ সালের ২রা জুলাই। তিনি বাংলাদেশ টেলিভিশনে গ্রাফিক শিল্পনির্দেশক ছিলেন (জুন ১৯৯৭- মে ২০০৩)। তিনি জুন ২০০৩ সালের দিকে নড়াইলে ‘এস এম সুলতান স্মৃতি সংগ্রহশালা’র প্রতিষ্ঠাতা কিউরেটর হিসাবে কর্মরত ছিলেন।