বাংলাদেশের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে নিয়মিত অধিনায়ক বিরাট কোহলিকে বিশ্রাম দিয়েছে ভারত। দলে নতুন মুখ অলরাউন্ডার শিবাম দুবে। কোহলির অনুপস্থিতিতে দলকে নেতৃত্ব দেবেন রোহিত শর্মা। এই সিরিজেও নেই অভিজ্ঞ কিপার-ব্যাটসম্যান মহেন্দ্র সিং ধোনি। গত বিশ্বকাপের পর থেকে ভারতের হয়ে কোনো ম্যাচ খেলেননি তিনি।দলে ফিরেছেন ভারতের হয়ে একটি আন্তর্জাতিক ম্যাচ খেলা কিপার-ব্যাটসম্যান সঞ্জু স্যামসন। ২০১৫ সালে জিম্বাবুয়ের বিপক্ষে খেলেছিলেন একমাত্র টি-টোয়েন্টি ম্যাচটি। অস্ত্রোপচারের পর সেরে না ওঠায় দলে নেই পেসার জাসপ্রিত বুমরাহ ও পেস বোলিং অলরাউন্ডার হার্দিক পান্ডিয়া। হার্দিকের অনুপস্থিতিতে দুয়ার খুলেছে দুবের জন্য। এর আগে পেস বোলিং অলরাউন্ডার হিসেবে বিজয় শঙ্করকে নিয়ে চেষ্টা করেছিল ভারত। এবার বেছে নিয়েছে ২৬ বছর বয়সী দুবেকে। ভারতের নির্বাচকদের প্রধান এমএসকে প্রসাদ মনে করেন, বিস্ফোরক ব্যাটিংয়ের জন্য এই পজিশনে আরও বেশি মানানসই দুবে। ভারত ‘এ’ দলের হয়ে ওয়েস্ট ইন্ডিজ ও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজে তার পারফরম্যান্স আশা দেখাচ্ছে নির্বাচকদের। আগামী ৩, ৭ ও ১০ নভেম্বর হবে ম্যাচ তিনটি।