দেশে ক্ষুদ্র থেকে শুরু করে শিল্প পর্যায় পর্যন্ত কিছু ব্যবসায়ী দুর্নীতির সঙ্গে জড়িত। এরা পণ্যে ভেজাল মেশানোর পাশাপাশি পরিমাণে কম দেওয়া, অতিরিক্ত দাম রাখা, অধিক মুনাফার জন্য অনেক অনৈতিক পন্থা অবলম্বন করে। ব্যবসা নয়, যেন মানুষকে ঠাকানোই এদের মূল লক্ষ্য। বেশ কিছুদিন যাবৎ এরকম নীতিবহির্ভূত কর্মকা-ের একটি প্রমাণ পাওয়া যাচ্ছে রাজধানীন ফিলিং স্টেশনগুলোতে।
অভিযান চালিয়ে ঢাকায় বেশ কয়েকটি ফিলিং স্টেশনে পরিমাণে কম জ¦ালানি তেল দেওয়ার প্রমাণ পেয়েছে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইন্সটিটিউশন, বিএসটিআই। গত ১৫ দিনে ১৮টি স্টেশনে পেট্রোল ও অকটেন পরিমাপে অনিয়মের প্রমাণ পাওয়ার কথা জানিয়ে এই সংস্থার কর্মকর্তারা বলছেন, যন্ত্রে কারসাজি করে ভোক্তাদের পরিমাপে কম দেওয়ার কাজটিতে ফিলিং স্টেশনের মালিকরাই জড়িত। তবে মালিক সমিতির নেতা দাবি করেছেন, হাতেগোনা কয়েকটি ফিলিং স্টেশনেই এই ধরনের ঘটনা ঘটতে পারে, অন্যরা সততার সঙ্গে ব্যবসা করছেন।
যারা সতসার সঙ্গে ব্যবসা করছেন, আমরা তাদেরতে সাধুবাদ জানাই। তবে ব্যবসার নামে যেসব মালিক ফিলিং স্টেশনে জ¦ালানি নিতে আসা মানুষদের ঠকাচ্ছেন তাদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ চাই। আইন অনুযায়ী শাস্তির ব্যবস্থা করার পাশাপাশি সেইসব ফিলিং স্টেশনের লাইসেন্স বাতিল করা হোক।
যেসব পেট্রোল পাম্পে কারচুপি ঘটছে তা অবশ্যই মালিকদের গোচরেই হচ্ছে। এগুলো অবশ্যই পাম্প মালিকরা ইচ্ছে করেই করছেন। পাম্পে যেসব অটো মেশিন ব্যবহার করা হয় সেগুলোকে টেম্পারিং করতে সময় লাগে এক থেকে দেড় মিনিট। অনেকগুলো আছে রিমোট কনট্রোলড। সেগুলোতে চুরি করা খুবই সহজ। দেখা যায় দীর্ঘক্ষণ ধরে ৫০ মিলিলিটার হারে তেল কম দেওয়া হচ্ছে, আবার একটি বাটন আছে, সেখানে টিপ দিলেই সঠিক অবস্থানে চলে আসছে। ডিজিটাল মেশিনগুলোতে এই চুরি করা যাচ্ছে সহজেই। এই ডিজিটাল কারচুপি বন্ধে দ্রুত পদক্ষেপ নেওয়া প্রয়োজন।
বিএসটিআই কর্মকর্তাদের মতে, বাতাসে সহজে মিশ্রণপ্রবণ পেট্রোল-অকটেন প্রতি লিটারে ৩০ মিলিলিটার কম হওয়ার সুযোগ রয়েছে। এর চেয়ে কম বেশি হলে সেটা অপরাধ বলে গণ্য হবে। এছাড়া পেট্রোল অকটেনের প্রতি লরিতে ৫০ থেকে ৬০ লিটার তেল কমে যায়। সে কারণে পাম্প মালিকরা লিটারে ৫০ মিলিলিটার কম দিয়ে সেটা সমন্বয় করার চেষ্টা করেন। কিন্তু এই সমন্বয়ের ব্যপারটি কতটুক আইনসম্মত তা-ও দেখার বিষয়। পাম্প মালিকরা যখন জ¦ালানি কেনেন তখন অবশ্যই কমে যাওয়ার বিষয়টি মাথায় রেখেই মূল্যেরও সমন্বয় করা হয়। তাই অসাধু ব্যবসায়ীদের এই যুক্তি গ্রহণযোগ্য নয়।
পেট্রোল পাম্পে যে অনিয়ম পাওয়া গেছে সেটি উদ্বেগের বিষয়। আমরা এধরনের অনিয়মের বিরুদ্ধে নিয়মিত অভিযান চাই। শুধু একবার দেখে গিয়ে চিহ্নিত করে বা জরিমানা করে ছেড়ে দিলেই চলবে না; একটি পাম্পে এক মাসে একাধিকবার অভিযান চালাতে হবে।
ফিলিং স্টেশনে অনিয়মের কারণে একদিকে যেমন অপরাধ সংগঠিত হয়, অন্যদিকে ক্রেতাদের মাঝে পাম্পের দুর্নাম হয়। ভালোভাবে ব্যবসা করতে চাইলে চুরি ছাড়াও লাভজনক ব্যবসা করা যায়। এছাড়া শুধু রাজধানীতেই নয়, সারাদেশে অনেক ফিলিং স্টেশন রয়েছে। সেগুলোতে অনিয়ম হচ্ছে কি হচ্ছে না তা-ও খতিয়ে দেখতে হবে। প্রয়োজনে বিশেষ টিম গঠন করে মানুষকে ঠকানোর এই প্রতিযোগিতার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে।